২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্মম মাতৃত্ব! নাবালক ছেলের বুকের ওপর চেপে বসে এলোপাথাড়ি থাপ্পড় মায়ের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্ক:: ১১ বছরের নাবালক ছেলের ওপর অমানুষিক অত্যাচার জন্মদাত্রী মায়ের! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। ভিডিয়োতে দেখা গেছে, সন্তানের বুকের ওপর বসে পর পর থাপ্পড় মারতে। ওই নাবালকের বাবা এই অমানুষিক অত্যাচারের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে দিয়ে স্ত্রী’র নামে থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, ওই নাবালকের জন্মদাত্রী মা একজন চিকিৎসক, স্বামী ইঞ্জিনিয়ার। অভিযোগে স্বামী জানিয়েছেন, তার স্ত্রী’র এই ধরনের ব্যবহারে হস্তক্ষেপ করলেই সন্তানকে প্রাণে মেরে ফেলে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দেয়। তাদের নাবালক সন্তানও মায়ের অত্যাচারের কথা জানিয়ে, শিশু কল্যাণ কমিটিতে (সিডাব্লুসি)নিষ্ঠুরতার অভিযোগ দায়ের করেছিল। তবে শিশুটি বাবাকেও মাদকাসক্ত বলে অভিযোগ দায়ের করেছে।

বর্তমানে এই মামলাটির তদন্ত করছে হরিয়ানার সুরজকুন্ড থানার পুলিশ। অভিযোগ দায়ের করার পরেই সন্তানকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যান অভিযুক্ত মা।

নাবালকের পিতা পুলিশকে জানিয়েছেন, ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান হওয়ার পর থেকেই তার স্ত্রী অত্যাচার চালাতে শুরু করে। সব ঘরের দেওয়ালে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে সে, বাদ নেই শোবার ঘরেও। সন্তানকে কি করছে, কোথায় যাচ্ছে, সব সময় তার গতিবিধি নজরে রাখার জন্য এই ধরনের কাণ্ডকারখানা করতে থাকে। পুলিশকে তিনি জানিয়েছেন, তাদের সন্তান একজন মেধাবী ছাত্র, প্রতিভাবান চিত্রশিল্পী। কিন্তু তার মা তাকে খেলা বা ছবি আঁকা থেকে নিরুৎসাহিত করে সব সময় জোর করে শুধু পড়াশোনায় মনোনিবেশ করতে বলে।

সুরজকুন্ড থানার এসএইচও শমসের সিং জানান, নির্বাচনী দায়িত্বের কারণে শিশুটির বক্তব্য এখনও রেকর্ড করা হয়নি। তবে মামলার তদন্ত চলছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্মম মাতৃত্ব! নাবালক ছেলের বুকের ওপর চেপে বসে এলোপাথাড়ি থাপ্পড় মায়ের

আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:: ১১ বছরের নাবালক ছেলের ওপর অমানুষিক অত্যাচার জন্মদাত্রী মায়ের! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। ভিডিয়োতে দেখা গেছে, সন্তানের বুকের ওপর বসে পর পর থাপ্পড় মারতে। ওই নাবালকের বাবা এই অমানুষিক অত্যাচারের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে দিয়ে স্ত্রী’র নামে থানায় অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, ওই নাবালকের জন্মদাত্রী মা একজন চিকিৎসক, স্বামী ইঞ্জিনিয়ার। অভিযোগে স্বামী জানিয়েছেন, তার স্ত্রী’র এই ধরনের ব্যবহারে হস্তক্ষেপ করলেই সন্তানকে প্রাণে মেরে ফেলে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার হুমকি দেয়। তাদের নাবালক সন্তানও মায়ের অত্যাচারের কথা জানিয়ে, শিশু কল্যাণ কমিটিতে (সিডাব্লুসি)নিষ্ঠুরতার অভিযোগ দায়ের করেছিল। তবে শিশুটি বাবাকেও মাদকাসক্ত বলে অভিযোগ দায়ের করেছে।

বর্তমানে এই মামলাটির তদন্ত করছে হরিয়ানার সুরজকুন্ড থানার পুলিশ। অভিযোগ দায়ের করার পরেই সন্তানকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যান অভিযুক্ত মা।

নাবালকের পিতা পুলিশকে জানিয়েছেন, ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। সন্তান হওয়ার পর থেকেই তার স্ত্রী অত্যাচার চালাতে শুরু করে। সব ঘরের দেওয়ালে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে সে, বাদ নেই শোবার ঘরেও। সন্তানকে কি করছে, কোথায় যাচ্ছে, সব সময় তার গতিবিধি নজরে রাখার জন্য এই ধরনের কাণ্ডকারখানা করতে থাকে। পুলিশকে তিনি জানিয়েছেন, তাদের সন্তান একজন মেধাবী ছাত্র, প্রতিভাবান চিত্রশিল্পী। কিন্তু তার মা তাকে খেলা বা ছবি আঁকা থেকে নিরুৎসাহিত করে সব সময় জোর করে শুধু পড়াশোনায় মনোনিবেশ করতে বলে।

সুরজকুন্ড থানার এসএইচও শমসের সিং জানান, নির্বাচনী দায়িত্বের কারণে শিশুটির বক্তব্য এখনও রেকর্ড করা হয়নি। তবে মামলার তদন্ত চলছে।