পুবের কলম ওয়েবডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্র্বর্তীকালীন উপাচার্য জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ করা হচ্ছে সমস্ত পরীক্ষা। পরে পরীক্ষার সময় জানানো হবে।
সোমবার রাত থেকে শহর কলকাতায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। শহরের প্রায় ৭ জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। যার ফলে রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে রাস্তাঘাটে যাতায়াত করতে চরম নাজেহাল হতে হচ্ছে।
পরীক্ষার্থীদের রাস্তায় বেরিয়ে যাতে নাজেহাল হতে না হয়, সেই জন্য পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ার পরে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শহরের একাধিক বেসরকারি স্কুলেও রয়েছে পরীক্ষা। সেই পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে পড়ুয়াদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।






























