০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সউদি আরবে ‘খেজুর উৎসব’

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবে শুরু হয়েছে নবম ‘খেজুর উৎসব’। দেশটির আল-জাওফ প্রদেশের গভর্নর  যুবরাজ ফয়সল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ জান্দাল  শহরে  উৎসবটির উদ্বোধন করেন। জান্দাল পৌরসভার  উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটি চলবে ৭ দিন পর্যন্ত। উৎসব শেষে যুবরাজ ফয়সাল বিন নাওয়াফ বিন  আবদুল আজিজ বিশেষ অ্যাওয়ার্ড দেবেন বিজয়ীদের। সর্বমোট  ১ লক্ষ রিয়াল সমমূল্যের পুরস্কার দেওয়ার কথা রয়েছে। আল- জাওফের মেয়র ইঞ্জিনিয়ার আতিফ বিন মুহম্মদ আল-শারান কৃষি ও ইতিহাসে অবদান রাখায় সেখানকার আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খেজুর উৎসবে অর্জিত সাফল্যের  কথা স্মরণ করে আল-শারান বলেন, উৎসবে কৃষকদের মার্কেটিংয়ের সুযোগ তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আল-জাওফের পণ্যগুলো স্থানীয় ও বাইরের এলাকায় পরিচিত হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি আরবে ‘খেজুর উৎসব’

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবে শুরু হয়েছে নবম ‘খেজুর উৎসব’। দেশটির আল-জাওফ প্রদেশের গভর্নর  যুবরাজ ফয়সল বিন নাওয়াফ বিন আবদুল আজিজ জান্দাল  শহরে  উৎসবটির উদ্বোধন করেন। জান্দাল পৌরসভার  উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবং এটি চলবে ৭ দিন পর্যন্ত। উৎসব শেষে যুবরাজ ফয়সাল বিন নাওয়াফ বিন  আবদুল আজিজ বিশেষ অ্যাওয়ার্ড দেবেন বিজয়ীদের। সর্বমোট  ১ লক্ষ রিয়াল সমমূল্যের পুরস্কার দেওয়ার কথা রয়েছে। আল- জাওফের মেয়র ইঞ্জিনিয়ার আতিফ বিন মুহম্মদ আল-শারান কৃষি ও ইতিহাসে অবদান রাখায় সেখানকার আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খেজুর উৎসবে অর্জিত সাফল্যের  কথা স্মরণ করে আল-শারান বলেন, উৎসবে কৃষকদের মার্কেটিংয়ের সুযোগ তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আল-জাওফের পণ্যগুলো স্থানীয় ও বাইরের এলাকায় পরিচিত হচ্ছে।