০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮

ইমামা খাতুন
- আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৮।বুধবার দুপুরে আচমকাই ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকা।জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রাজধানীর পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও হরিয়ানায় কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক টুইট বার্তায় জানিয়েছে, নেপালের জুমলা থেকে ৬৯ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎপত্তিস্থল। কম্পনের কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি সহ আশেপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীদের অনেকে বাড়ি, অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। এর আগে ৫ জানুয়ারি দিল্লি-এনসিআরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। জম্মু-কাশ্মীরও কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯। উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।
Earthquake of Magnitude:5.8, Occurred on 24-01-2023, 14:28:31 IST, Lat: 29.41 & Long: 81.68, Depth: 10 Km ,Location: Nepal for more information Download the BhooKamp App https://t.co/gSZOFnURgY@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @Ravi_MoES @OfficeOfDrJS @PMOIndia pic.twitter.com/y1Ak7VbvFB
— National Center for Seismology (@NCS_Earthquake) January 24, 2023