শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তি ভাঙার কাজে যুক্ত অপরাধীদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন এপিডিআর এর

- আপডেট : ১৮ নভেম্বর ২০২২, শুক্রবার
- / 110
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগরঃ গত সোমবার ভোরের দিকে চাম্পাহাটি এলাকার আনন্দপল্লী তে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তি ভাঙ্গার চেষ্টা করে কয়েক জন সমাজ বিরোধী। এলাকার মানুষ দেখে ফেলায় সমাজ বিরোধীরা এলাকা ছেড়ে সে সময় পালাতে বাধ্য হয়।কিন্তু দোষীরা এখন ও পুলিশের নাগালের বাইরে। আর তাই শহিদের মূর্তি ভাঙার কাজে যুক্ত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, এপিডিআরের দঃ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে এই ঘটনার নিন্দা জানিয়ে বারুইপুর মহকুমা শাসক ও পুলিশ সুপারের অফিসে ডেপুটেশান জমা দেওয়া হয়।
এ ব্যাপারে এপিডিআরের জেলা সম্পাদক আলতাফ আহমেদ এদিন বলেন,শহিদের অপমান আমরা কোনো ভাবেই মেনে নোবো না। এদিন আমাদের পক্ষ থেকে ডেপুটেশনে যে দাবী গুলো জানানো হয়,
সে গুলো হল-
১) অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে প্রশাসনকে দোষীদের উপযুক্ত সাজা দিতে হবে।
২) যথাযোগ্য মর্যাদায় ঐ মূর্তি পুনরায় প্রতিষ্ঠা করতে হবে।
৩) পরবর্তীকালে ঐ এলাকায় যাতে মূর্তি ভাঙ্গার প্রচেষ্টা না হয় তার জন্য প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।