০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হরিদ্বার ধর্ম সংসদের নিন্দা করতে নারাজ যোগীর ডেপুটি, বিবিসির সাক্ষাৎকার থেকে ওয়াক আউট

নয়াদিল্লি: বিবিসি হিন্দি-কে দেওয়া এক সাক্ষাৎকারকালে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ডিসেম্বরে হরিদ্বার ধর্ম সংসদে করা ঘৃণাত্মক বক্তৃতা এবং গণহত্যামূলক আহ্বানের নিন্দা করতে অস্বীকার করেছেন৷ বিবিসি হিন্দির মতে, ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর মৌর্য প্রতিবেদকের মুখোশ খুলে ফেলব বলে হুমকি দেন এবং তার নিরাপত্তা কর্মীদের অবিলম্বে ভিডিয়োটি মুছে ফেলতে বলেন। চ্যানেলটি জানিয়েছে যে এটি ফুটেজ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সাক্ষাৎকারটি সম্পূর্ণ প্রকাশ করেছে৷ মৌর্য সাক্ষাৎকারকালে বলেন, বিজেপির কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রচার করি৷ প্রতিবেদক যখন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সিনিয়র বিজেপি নেতারা কেন এই বিষয়ে নীরব তা জানতে চান, তখন যোগী আদিত্যনাথের ডেপুটি বলেন, ধর্মীয় নেতারা যা খুশি বলার অধিকার রাখে। শুধু হিন্দু ধর্মগুরুদের কথা বলেন কেন? আপনি অন্যদের ভাষণ শুনেছেন? সে বিষয়ে কিছু বলেন না কেন? আপনি কেন ৩৭০ ধারা বাতিল হওয়ার আগে জম্মুকাশ্মীর ছাড়তে বাধ্য হওয়া সমস্ত লোকের কথা বলছেন না?
আপনি যখন প্রশ্ন তুলবেন, তখন সেগুলি একতরফা যেন না হয়৷

মৌর্য আরও বলেন, হরিদ্বার ধর্ম সংসদ বিজেপি আয়োজন করেনি। ওটা পুরোহিতরা করেছিল। পুরোহিতরা তাদের প্রোগ্রামে যা বলেন বা বলেন না, সেটা তাদের অধিকার। রিপোর্টার তখন কিছু হিন্দুত্ববাদী নেতার নাম বলেন যাদেরকে ইভেন্টে ঘৃণামূলক বক্তৃতা করতে দেখা গেছে, যার মধ্যে রয়েছে ইয়াতি নরসিংহানন্দ এবং অন্নপূর্ণা। সাংবাদিক বলেন, এই লোকেরা যে ধরণের পরিবেশ তৈরি করছে…৷ এই কথায় মৌর্য বাধা দিয়ে বলে ওঠেন, তারা কোনও ধরণের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে না। তারা তাদের প্ল্যাটফর্মে যা বলা সঠিক মনে করেন, তারা বলেন। আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আপনি কি বিষয়ে কথা বলছেন তাও আমি দেখিনি। কিন্তু আপনি যদি ধর্মীয় নেতাদের কথা বলেন, সব ধর্মেই ধর্মীয় নেতা আছেন। তারা সবাই কি বলছে তা আপনার জানা উচিত এবং শুধুমাত্র তারপর প্রশ্ন জিজ্ঞাসা করুন। তাহলে আমি উত্তর দেব। প্রতিবেদক আবার ধর্ম সংসদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন মৌর্য বলেন, এই ধর্ম সংসদগুলি সর্বত্র হয়। তারা যা বলতে চায়, তাই বলে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কি অধিকার আছে যে তারা সূর্যনমস্কারের সঙ্গে একমত নয়? আপনি না চাইলে এটা করবেন না। এই কথার প্রেক্ষিতে বিবিসি রিপোর্টার বলেন, কিন্তু সেখানে খুনের কোনও কথা নেই৷ মৌর্য জবাব দেন, এখানেও এমন কোনও কথা নেই৷ সাংবাদিক ভিডিয়ো প্রমাণগুলির কথা বললে ডেপুটি মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি না আপনি কোন ভিডিয়োর কথা বলছেন। আপনার যে প্রশ্নগুলো আছে, সেগুলো কি নির্বাচন নিয়ে নাকি অন্য কোনও বিষয়ে? সাংবাদিকের মতো কথা বলুন। আপনি একজন সাংবাদিকের মতো কথা বলছেন না, আপনি একজনের এজেন্টের মতো কথা বলছেন। এরপর উপ-মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার শেষ করতে না দিয়েই উঠে চলে যান৷

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরিদ্বার ধর্ম সংসদের নিন্দা করতে নারাজ যোগীর ডেপুটি, বিবিসির সাক্ষাৎকার থেকে ওয়াক আউট

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

নয়াদিল্লি: বিবিসি হিন্দি-কে দেওয়া এক সাক্ষাৎকারকালে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ডিসেম্বরে হরিদ্বার ধর্ম সংসদে করা ঘৃণাত্মক বক্তৃতা এবং গণহত্যামূলক আহ্বানের নিন্দা করতে অস্বীকার করেছেন৷ বিবিসি হিন্দির মতে, ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর মৌর্য প্রতিবেদকের মুখোশ খুলে ফেলব বলে হুমকি দেন এবং তার নিরাপত্তা কর্মীদের অবিলম্বে ভিডিয়োটি মুছে ফেলতে বলেন। চ্যানেলটি জানিয়েছে যে এটি ফুটেজ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং সাক্ষাৎকারটি সম্পূর্ণ প্রকাশ করেছে৷ মৌর্য সাক্ষাৎকারকালে বলেন, বিজেপির কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর প্রচার করি৷ প্রতিবেদক যখন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সিনিয়র বিজেপি নেতারা কেন এই বিষয়ে নীরব তা জানতে চান, তখন যোগী আদিত্যনাথের ডেপুটি বলেন, ধর্মীয় নেতারা যা খুশি বলার অধিকার রাখে। শুধু হিন্দু ধর্মগুরুদের কথা বলেন কেন? আপনি অন্যদের ভাষণ শুনেছেন? সে বিষয়ে কিছু বলেন না কেন? আপনি কেন ৩৭০ ধারা বাতিল হওয়ার আগে জম্মুকাশ্মীর ছাড়তে বাধ্য হওয়া সমস্ত লোকের কথা বলছেন না?
আপনি যখন প্রশ্ন তুলবেন, তখন সেগুলি একতরফা যেন না হয়৷

মৌর্য আরও বলেন, হরিদ্বার ধর্ম সংসদ বিজেপি আয়োজন করেনি। ওটা পুরোহিতরা করেছিল। পুরোহিতরা তাদের প্রোগ্রামে যা বলেন বা বলেন না, সেটা তাদের অধিকার। রিপোর্টার তখন কিছু হিন্দুত্ববাদী নেতার নাম বলেন যাদেরকে ইভেন্টে ঘৃণামূলক বক্তৃতা করতে দেখা গেছে, যার মধ্যে রয়েছে ইয়াতি নরসিংহানন্দ এবং অন্নপূর্ণা। সাংবাদিক বলেন, এই লোকেরা যে ধরণের পরিবেশ তৈরি করছে…৷ এই কথায় মৌর্য বাধা দিয়ে বলে ওঠেন, তারা কোনও ধরণের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে না। তারা তাদের প্ল্যাটফর্মে যা বলা সঠিক মনে করেন, তারা বলেন। আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আপনি কি বিষয়ে কথা বলছেন তাও আমি দেখিনি। কিন্তু আপনি যদি ধর্মীয় নেতাদের কথা বলেন, সব ধর্মেই ধর্মীয় নেতা আছেন। তারা সবাই কি বলছে তা আপনার জানা উচিত এবং শুধুমাত্র তারপর প্রশ্ন জিজ্ঞাসা করুন। তাহলে আমি উত্তর দেব। প্রতিবেদক আবার ধর্ম সংসদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন মৌর্য বলেন, এই ধর্ম সংসদগুলি সর্বত্র হয়। তারা যা বলতে চায়, তাই বলে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কি অধিকার আছে যে তারা সূর্যনমস্কারের সঙ্গে একমত নয়? আপনি না চাইলে এটা করবেন না। এই কথার প্রেক্ষিতে বিবিসি রিপোর্টার বলেন, কিন্তু সেখানে খুনের কোনও কথা নেই৷ মৌর্য জবাব দেন, এখানেও এমন কোনও কথা নেই৷ সাংবাদিক ভিডিয়ো প্রমাণগুলির কথা বললে ডেপুটি মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি না আপনি কোন ভিডিয়োর কথা বলছেন। আপনার যে প্রশ্নগুলো আছে, সেগুলো কি নির্বাচন নিয়ে নাকি অন্য কোনও বিষয়ে? সাংবাদিকের মতো কথা বলুন। আপনি একজন সাংবাদিকের মতো কথা বলছেন না, আপনি একজনের এজেন্টের মতো কথা বলছেন। এরপর উপ-মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার শেষ করতে না দিয়েই উঠে চলে যান৷