পুবের কলম ওয়েবডেস্ক: দেশের উপরাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে কল্যাণের দাবি, অসুস্থতার কারণে পদত্যাগ নয়। হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে তাঁকে। এমনই হুমকি দেওয়া হয়েছে যে রাত ৯টার মধ্যে ইস্তফা না দিলে পরদিন তাঁকে ইমপিচ করা হবে বলা হয়েছিল।
তৃণমূল সাংসদের বক্তব্য, “প্রধানমন্ত্রী মোদির কথা না শোনায় ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। উনি সংবিধান অনুযায়ী কাজ করেন। মোদি তো চান না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। ৫০ জনকে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল ইমপিচমেন্ট মোশনে সই করানোর জন্য। এখন শুনছি রাজনাথ সিংকে সাইডলাইন করার জন্য এই হুমকি দেওয়া হয়েছে। তাঁকে উপরাষ্ট্রপতি করা হবে।”































