০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চিরাচরিত ধারা ভেঙে দোকানে ‘সন্স’ এর পরিবর্তে ‘ডটার্স’

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্কঃ যুগ যুগ ধরে চলে আসা চিরন্তন ধারাকে এবার বদলে দেখানোর সাহস দেখালেন কাশ্মীরের শ্রীনগরের এক সাধারণ ব্যবসায়ী। এমন সাহস বোধহয় খুব কম মানুষই দেখাতে পারেন।

সাধারণত বিভিন্ন দোকান না প্রতিষ্ঠানের সামনে বড় বড় অক্ষরে নেমপ্লেটে দোকানে মালিকের সঙ্গে ছেলে বা ছেলেদের নাম লেখা থাকে। কিংবা বংশের পদবীর সঙ্গে ছেলেদের নাম। যেমন, ‘রায়চৌধুরী অ্যান্ড সন্স’, ‘সরকার অ্যান্ড সন্স’, ‘ঘোষ অ্যান্ড ব্রাদার্স আবার কোথাও মুখার্জি অ্যান্ড সন্স সহ এরকমই কত নাম।। কিন্তু কোথাও মেয়েদের নাম কখনও ভুলেও লেখা থাকেনা।তাবড়-তাবড় আধুনিক শহরেও এমন কখনও দেখা যায়না।কিন্তু  এবার সেই ধারারই পরিবর্তন ঘটিয়েছেন কাশ্মীরের এক সাধারণ ব্যবসায়ী। কাশ্মীরের শ্রীনগরের ‘জাভেদ শেক অ্যান্ড ডটার্স’-এর সাইনবোর্ড তাই আলাদা করেই নজর কেড়েছে সকলের। দোকানের সাইনবোর্ডের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দোকানের মালিককে কুর্নিশ জানিয়েছেন অসংখ্য মানুষ। এমনকি ‘নিঃশব্দ বিপ্লব’ বলেও মনে করছেন কেউ কেউ। আর এমন বিপ্লব ঘটানোর সাহস আর কয়জনেরই থাকে!  নেটিজনেরাও প্রশংসা করেছেন এই অভূতপূর্ব কাজটির।আগামীতে আরও অনেক মানুষকে সাহস জোগাবে এবং অনুপ্রেরণা দেবে শ্রীনগরের ‘জাভেদ শেক অ্যান্ড ডটার্স’ এর এই সাহসী পদক্ষেপ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিরাচরিত ধারা ভেঙে দোকানে ‘সন্স’ এর পরিবর্তে ‘ডটার্স’

আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ যুগ যুগ ধরে চলে আসা চিরন্তন ধারাকে এবার বদলে দেখানোর সাহস দেখালেন কাশ্মীরের শ্রীনগরের এক সাধারণ ব্যবসায়ী। এমন সাহস বোধহয় খুব কম মানুষই দেখাতে পারেন।

সাধারণত বিভিন্ন দোকান না প্রতিষ্ঠানের সামনে বড় বড় অক্ষরে নেমপ্লেটে দোকানে মালিকের সঙ্গে ছেলে বা ছেলেদের নাম লেখা থাকে। কিংবা বংশের পদবীর সঙ্গে ছেলেদের নাম। যেমন, ‘রায়চৌধুরী অ্যান্ড সন্স’, ‘সরকার অ্যান্ড সন্স’, ‘ঘোষ অ্যান্ড ব্রাদার্স আবার কোথাও মুখার্জি অ্যান্ড সন্স সহ এরকমই কত নাম।। কিন্তু কোথাও মেয়েদের নাম কখনও ভুলেও লেখা থাকেনা।তাবড়-তাবড় আধুনিক শহরেও এমন কখনও দেখা যায়না।কিন্তু  এবার সেই ধারারই পরিবর্তন ঘটিয়েছেন কাশ্মীরের এক সাধারণ ব্যবসায়ী। কাশ্মীরের শ্রীনগরের ‘জাভেদ শেক অ্যান্ড ডটার্স’-এর সাইনবোর্ড তাই আলাদা করেই নজর কেড়েছে সকলের। দোকানের সাইনবোর্ডের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দোকানের মালিককে কুর্নিশ জানিয়েছেন অসংখ্য মানুষ। এমনকি ‘নিঃশব্দ বিপ্লব’ বলেও মনে করছেন কেউ কেউ। আর এমন বিপ্লব ঘটানোর সাহস আর কয়জনেরই থাকে!  নেটিজনেরাও প্রশংসা করেছেন এই অভূতপূর্ব কাজটির।আগামীতে আরও অনেক মানুষকে সাহস জোগাবে এবং অনুপ্রেরণা দেবে শ্রীনগরের ‘জাভেদ শেক অ্যান্ড ডটার্স’ এর এই সাহসী পদক্ষেপ।