০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিরোর সঙ্গে তুলনা করলেন দিগ্বিজয় সিং

সামিমা এহসানা
  • আপডেট : ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 52

পুবের কলম ওয়েব ডেস্ক: রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশী বাজাচ্ছিল। বুধবার মণিপুর যখন জ্বলছে তখন রাষ্ট্রসঙ্ঘে যোগ ব্যায়াম করছিলেন প্রধানমন্ত্রী। মণিপুরের এমন অশান্তির পরিবেশের মধ্যে মোদির আমেরিকা সফর নিয়ে মুখ খুলেছেন সকলেই। এবার  তাঁকে উদাসীনতার প্রতীক নিরোর সঙ্গে তুলনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

বৃহস্পতিবার একটি ট্যুইট বার্তায় কংগ্রেসের এই পোড় খাওয়া রাজনীতিবিদের প্রশ্ন, মণিপুর যখন পুড়ছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘে যোগ ব্যায়াম করছিলেন। চীন যখন সাজিদ মীরকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে কালো তালিকাভুক্ত করার প্রস্তাবে বাধা দিচ্ছিল, তখন নরেন্দ্র মোদি জাতিসঙ্ঘে যোগ ব্যায়াম করছিলেন। এটা কি আপনাদেরকে নিরোর বাঁশির সুরের কথা মনে করিয়ে দেয় না, যখন রোম পুড়ছিল! মোদির শাসন কি নিরোর শাসনের মত নয়?

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, লস্কর-ই-তৈবার কমান্ডার তথা ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড সাজিদ মীরকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসাবে কালো তালিকাভুক্ত করার জন্য যৌথ প্রস্তাব দিয়েছিল ভারত ও আমেরিকা। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাবে বাধা দিয়েছে চিন। যদিও এই নিয়ে এখনও টুঁ শব্দ করেননি প্রধানমন্ত্রী, কারণ তিনি আমেরিকা সফর নিয়েই ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

জনগনের প্রতি দিগ্বিজয়ের প্রশ্ন, মণিপুর যখন জ্বলছে তখন বিশ্ব দর্শনে ব্যস্ত একজন প্রধানমন্ত্রী সম্পর্কে আপনারা কি বলবেন?

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

আরও একটি ট্যুইট বার্তায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর গুরু আডবাণীজি বলেছিলেন, মোদি উচ্চ মানের ইভেন্ট ম্যানেজার। গত ৯ বছরে প্রধানমন্ত্রী হিসেবে এই একটা কাজই করেছেন তিনি। নিজের প্রচারে কোনও খামতি রাখেননি। কিন্তু অন্য সব কাজেই তাঁর পারফরম্যান্স হতাশাজনক।

একদিকে বন্যায় ডুবছে অসম, হিংসায় জ্বলছে মণিপুর, করমণ্ডল দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বহু বেনামি লাশ এখনও পড়ে আছে মর্গে। এরই মধ্যে জো বাইডেনের জন্য চন্দন কাঠের বাক্স, রুপার গণেশ আর বাইডেন পত্নীর জন্য হীরার টুকরো উপহার নিয়ে আমেরিকা পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীকে নিরোর সঙ্গে তুলনা করলেন দিগ্বিজয় সিং

আপডেট : ২২ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশী বাজাচ্ছিল। বুধবার মণিপুর যখন জ্বলছে তখন রাষ্ট্রসঙ্ঘে যোগ ব্যায়াম করছিলেন প্রধানমন্ত্রী। মণিপুরের এমন অশান্তির পরিবেশের মধ্যে মোদির আমেরিকা সফর নিয়ে মুখ খুলেছেন সকলেই। এবার  তাঁকে উদাসীনতার প্রতীক নিরোর সঙ্গে তুলনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

বৃহস্পতিবার একটি ট্যুইট বার্তায় কংগ্রেসের এই পোড় খাওয়া রাজনীতিবিদের প্রশ্ন, মণিপুর যখন পুড়ছিল, তখন আমাদের প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘে যোগ ব্যায়াম করছিলেন। চীন যখন সাজিদ মীরকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসেবে কালো তালিকাভুক্ত করার প্রস্তাবে বাধা দিচ্ছিল, তখন নরেন্দ্র মোদি জাতিসঙ্ঘে যোগ ব্যায়াম করছিলেন। এটা কি আপনাদেরকে নিরোর বাঁশির সুরের কথা মনে করিয়ে দেয় না, যখন রোম পুড়ছিল! মোদির শাসন কি নিরোর শাসনের মত নয়?

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

উল্লেখ্য, লস্কর-ই-তৈবার কমান্ডার তথা ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড সাজিদ মীরকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ হিসাবে কালো তালিকাভুক্ত করার জন্য যৌথ প্রস্তাব দিয়েছিল ভারত ও আমেরিকা। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাবে বাধা দিয়েছে চিন। যদিও এই নিয়ে এখনও টুঁ শব্দ করেননি প্রধানমন্ত্রী, কারণ তিনি আমেরিকা সফর নিয়েই ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

জনগনের প্রতি দিগ্বিজয়ের প্রশ্ন, মণিপুর যখন জ্বলছে তখন বিশ্ব দর্শনে ব্যস্ত একজন প্রধানমন্ত্রী সম্পর্কে আপনারা কি বলবেন?

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

আরও একটি ট্যুইট বার্তায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর গুরু আডবাণীজি বলেছিলেন, মোদি উচ্চ মানের ইভেন্ট ম্যানেজার। গত ৯ বছরে প্রধানমন্ত্রী হিসেবে এই একটা কাজই করেছেন তিনি। নিজের প্রচারে কোনও খামতি রাখেননি। কিন্তু অন্য সব কাজেই তাঁর পারফরম্যান্স হতাশাজনক।

একদিকে বন্যায় ডুবছে অসম, হিংসায় জ্বলছে মণিপুর, করমণ্ডল দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বহু বেনামি লাশ এখনও পড়ে আছে মর্গে। এরই মধ্যে জো বাইডেনের জন্য চন্দন কাঠের বাক্স, রুপার গণেশ আর বাইডেন পত্নীর জন্য হীরার টুকরো উপহার নিয়ে আমেরিকা পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী।