পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত–আফগানিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তালিবান সরকার। আফগানিস্তানের প্রথম কূটনৈতিক প্রতিনিধি হিসেবে নূর আহমেদ নূরকে নিয়োগ করা হয়েছে ভারতে। ইতিমধ্যেই তিনি নয়াদিল্লিতে পৌঁছেছেন। যদিও এখনও পর্যন্ত তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। তালিবান ক্ষমতায় আসার পর নূর আহমেদ নূরই দিল্লিতে আফগান দূতাবাসের প্রথম কূটনীতিক। এর আগে তিনি আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের ফার্স্ট পলিটিক্যাল ডিরেক্টর ছিলেন। গত অক্টোবরে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় তাঁর সঙ্গেই ছিলেন নূর। ওই সফরে তাঁরা দেওবন্দের দারুল উলুম মাদ্রাসাও পরিদর্শন করেন। গত বছরের ডিসেম্বরে ঢাকা সফরেও গিয়েছিলেন তিনি।
২০২২ সালে কাবুলে ভারতের প্রযুক্তিগত মিশন চালুর পর থেকেই দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত বছর অক্টোবরে সেই মিশনকে ‘দূতাবাসের মর্যাদা’ দেওয়ার ঘোষণা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর ফলে চিন, রাশিয়া ও উপসাগরীয় দেশগুলির মতো ভারতেও কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের সুযোগ পায় তালিবান সরকার। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান-আফগান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারত-আফগান ঘনিষ্ঠতা নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।





























