২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অর্পিতাকে দেখিয়ে ইডির প্রশ্ন এনাকে চেনেন? ‘চিনি না’, জবাব পার্থর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 182

পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার প্রায় আড়াই ঘন্টা জেরার পর আজ ফের শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে সামনে বসিয়ে জেরা করছেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার প্রথমে দুজনকে আলাদা জেরা করা হয়। আজ দুজনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হয়। তবে সূত্রের খবর, তদন্তে সেইভাবে সহযোগিতা করছেন না পার্থ। বেশিরভাব সময়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চুপ করে আছেন তিনি।

আর শুক্রবার জেরায় বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়কে। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা অর্পিতাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি এনাকে চেনেন? পার্থর সরাসরি উত্তর, ‘না তেমনভাবে চিনি না।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ইডি অফিসাররা পার্থকে জিজ্ঞাসা করেন, কিভাবে চেনেন? পার্থ উত্তর দেন, মাঝে মধ্যে দেখেছি, নাকতলার পুজোতে অনেকেই আসত।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

অর্পিতার বাড়িতে টাকা পাওয়া গেছে, সেই নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে, পার্থর জবাব, শুনেছি।  সেই সময়ই ইডি আধিকারিকরা বলেন, এটা কি আপনার টাকা? ফের পার্থ উত্তর না। ইডির পালটা প্রশ্ন, টাকা কার? পার্থর উত্তর, জানি না।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

গোটা প্রশ্ন উত্তর পর্ব ভিডিও রেকর্ডিং করা হয়েছে। ইডির অভিযোগ, তথ্য প্রমাণ এক কথা বলছে। পার্থ অন্য কথা বলছেন। ইডির অভিযোগ, পার্থ সত্যি কথা বলছে না। তদন্তে সহযোগিতা করছে না। এই সমস্ত কথাই তারা ব্যাঙ্কশাল আদালতে জানাবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ইএসআই হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন কে ফাঁসিয়েছে, সব জানতে পারবেন। তাকে জিজ্ঞাসা করা হয়, তার বিরুদ্ধে দল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক কিনা। সেই উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক। দলের সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্পিতাকে দেখিয়ে ইডির প্রশ্ন এনাকে চেনেন? ‘চিনি না’, জবাব পার্থর

আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার প্রায় আড়াই ঘন্টা জেরার পর আজ ফের শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে সামনে বসিয়ে জেরা করছেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার প্রথমে দুজনকে আলাদা জেরা করা হয়। আজ দুজনকে একসঙ্গে বসিয়ে জেরা করা হয়। তবে সূত্রের খবর, তদন্তে সেইভাবে সহযোগিতা করছেন না পার্থ। বেশিরভাব সময়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে চুপ করে আছেন তিনি।

আর শুক্রবার জেরায় বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়কে। কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা অর্পিতাকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি এনাকে চেনেন? পার্থর সরাসরি উত্তর, ‘না তেমনভাবে চিনি না।

আরও পড়ুন: অনিল আম্বানির প্রায় ৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ইডি অফিসাররা পার্থকে জিজ্ঞাসা করেন, কিভাবে চেনেন? পার্থ উত্তর দেন, মাঝে মধ্যে দেখেছি, নাকতলার পুজোতে অনেকেই আসত।

আরও পড়ুন: নভেম্বরে বিএসএফ, ইডি শুল্ক-সহ ২২টি দফতরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন

অর্পিতার বাড়িতে টাকা পাওয়া গেছে, সেই নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে, পার্থর জবাব, শুনেছি।  সেই সময়ই ইডি আধিকারিকরা বলেন, এটা কি আপনার টাকা? ফের পার্থ উত্তর না। ইডির পালটা প্রশ্ন, টাকা কার? পার্থর উত্তর, জানি না।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

গোটা প্রশ্ন উত্তর পর্ব ভিডিও রেকর্ডিং করা হয়েছে। ইডির অভিযোগ, তথ্য প্রমাণ এক কথা বলছে। পার্থ অন্য কথা বলছেন। ইডির অভিযোগ, পার্থ সত্যি কথা বলছে না। তদন্তে সহযোগিতা করছে না। এই সমস্ত কথাই তারা ব্যাঙ্কশাল আদালতে জানাবে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ইএসআই হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বলে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন কে ফাঁসিয়েছে, সব জানতে পারবেন। তাকে জিজ্ঞাসা করা হয়, তার বিরুদ্ধে দল যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক কিনা। সেই উত্তরে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক। দলের সিদ্ধান্ত নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে।