২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ওভারব্রীজ ভাঙার জের, বাতিল একের পর এক ট্রেন,চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 101

 

 

আরও পড়ুন: ২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

 

আরও পড়ুন: ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন

 

আরও পড়ুন: ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব

পুবের কলম প্রতিবেদক: ফের দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বর্ধমানে ওভারব্রিজ ভাঙার জন্যে বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন। বৃহস্পতিবার পূর্বরেল বাতিল করল আপ ও ডাউন মিলিয়ে ৬২টি লোকাল ট্রেন এবং ৮২টি মেল ও এক্সপ্রেস। ১০ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে বাতিল করা হবে আরও একগুচ্ছ লোকাল, মেল এবং এক্সপ্রেস।

 

শতাব্দী প্রাচীন ওভারব্রীজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। বুধবার এই মর্মে সাংবাদিকবৈঠকও করেন হাওড়ার ডিআরএম মনীশ জৈন।

পূর্বরেলের তরফে জানানো হয়েছে এই শতাব্দী প্রাচীন ওভারব্রিজটি ক্রমশ দুর্বল হয়ে পড়ার জন্য সেটি ভেঙে ফেলার সিন্ধান্ত বেশ কয়েকবছর আগেই নেওয়া  হয়েছিল। এরই মাঝে নতুন ফ্লাইওভার তৈরি হয়ে গিয়েছে। তাই গত ৩১ জানুয়ারি থেকে পুরনো ওভারব্রিজ ভাঙার কাজ শুরু করা হয়।   গত রবিবার থেকে শুরু হয়েছে এই ওভারব্রিজ ভাঙার কাজ। সেইজন্যই একের পর এক বাতিল করা হচ্ছে লোকাল থেকে দূরপাল্লা সবধরনের ট্রেন। যাত্রীদের অবগতির জন্য প্রতি  স্টেশনে চলছে ঘোষণাও।( ১৪৫)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওভারব্রীজ ভাঙার জের, বাতিল একের পর এক ট্রেন,চূড়ান্ত হয়রানির শিকার নিত্যযাত্রীরা  

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: ২০ টি বুথে ভোট বাতিল, জানিয়ে দিল নির্বাচন কমিশন

 

আরও পড়ুন: ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন

 

আরও পড়ুন: ব্রিটেনে বাতিল ‘দ্য কেরালা স্টোরি’র শো, মুক্তিতে বিলম্ব

পুবের কলম প্রতিবেদক: ফের দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বর্ধমানে ওভারব্রিজ ভাঙার জন্যে বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন। বৃহস্পতিবার পূর্বরেল বাতিল করল আপ ও ডাউন মিলিয়ে ৬২টি লোকাল ট্রেন এবং ৮২টি মেল ও এক্সপ্রেস। ১০ থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে বাতিল করা হবে আরও একগুচ্ছ লোকাল, মেল এবং এক্সপ্রেস।

 

শতাব্দী প্রাচীন ওভারব্রীজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। বুধবার এই মর্মে সাংবাদিকবৈঠকও করেন হাওড়ার ডিআরএম মনীশ জৈন।

পূর্বরেলের তরফে জানানো হয়েছে এই শতাব্দী প্রাচীন ওভারব্রিজটি ক্রমশ দুর্বল হয়ে পড়ার জন্য সেটি ভেঙে ফেলার সিন্ধান্ত বেশ কয়েকবছর আগেই নেওয়া  হয়েছিল। এরই মাঝে নতুন ফ্লাইওভার তৈরি হয়ে গিয়েছে। তাই গত ৩১ জানুয়ারি থেকে পুরনো ওভারব্রিজ ভাঙার কাজ শুরু করা হয়।   গত রবিবার থেকে শুরু হয়েছে এই ওভারব্রিজ ভাঙার কাজ। সেইজন্যই একের পর এক বাতিল করা হচ্ছে লোকাল থেকে দূরপাল্লা সবধরনের ট্রেন। যাত্রীদের অবগতির জন্য প্রতি  স্টেশনে চলছে ঘোষণাও।( ১৪৫)