পুবের কলমের খবরের জেরে তৎপর- প্রশাসন শুরু হল নদী বাঁধ পর্যবেক্ষণের কাজ
- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 59
ওবাইদুল্লা লস্কর: দক্ষিণ ২৪ পরগণা: শুক্রবার কুল্পি বিধান সভার, রামকিশোর গ্রাম পঞ্চায়েতের গায়েন পাড়া এলাকায় প্রায় ৫০ ফুট নদী বাউন্ডারি ভেঙে পড়ে আর সেই খবর আমরা পুবের কলম ডিজিটালে তুলে ধরি।তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হল মেরামতের কাজ।
প্রথম ৫০ মিটার রিং তৈরি করা হবে এমনটাই জানা যাচ্ছে। রিভার জিওলজিক্যাল সার্ভের পরবর্তী পরিদর্শনের হবে তারপরেই পাকাপাকিভাবে বাঁধ নির্মাণের কাজ ।
দক্ষিণ চব্বিশ পরগনার জেলার প্রায় ৫০ ফুট নদী বাউন্ডারি ভেঙে আতঙ্কে এলাকাবাসী। কুলপি বিধানসভার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের হারা গায়েন পাড়া এলাকায় সকাল নটা নাগাদ প্রায় ৫০ ফুট নদী বাউন্ডারি ভেঙে চলে গেছে নদী গর্ভে। যার জেরে আতঙ্কগ্রস্ত এলাকা মানুষ। নদীর ভাঙ্গনে হু হু করে ভাঙছে নদী বাউন্ডারি আর এই নদী বাউন্ডারি আর কিছুটা গেলেই ভেঙে গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ত। কাজ শুরু হওয়ায় আপাত স্বস্তি।