০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক নয়ছয় কান্ডে ফারুক আবদুল্লাহকে চার্জশিট দিল ইডি
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 41
পুবের কলম ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক নয়ছয় কান্ডে ফারুক আবদুল্লাহকে চার্জশিট দিল ইডি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রীনগরের বিশেষ আদালত ইডির এই সাপ্লিমেন্টারি চার্জশিটের ভিত্তিতে ২৭ আগস্ট ফারুক আবদুল্লা-সহ অন্য অভিযুক্তদের তলব করেছে।
এর আগেও সিবিআই ২০১৮ সালে ফারুক আবদুল্লাহ সহ তিন অভিযুক্তের নামে চার্জশিট দাখিল করেছিল।ফারুক ছাড়াও যাদের নামে চার্জশিট দাখিল করা হয়েছে তারা হলেন এহসান আহমেদ মির্জা, মির মনজুর গজনফের।গত ৪ জুন চার্জশিট দাখিল করা হলেও মঙ্গলবার তা গ্রহণ করল শ্রীনগর আদালত।
সব মিলিয়ে আর্থিক নয়ছয়ের পরিমাণ ৫১.৯০ কোটি টাকা বলে ইডির দাবি।