০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সউদিতে ঈদ-উল-আযহা ৯ জুলাই

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 283

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ সউদি আরবে যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে ৯ জুলাই ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। সউদির সঙ্গে একই দিনে কাতার, আরব আমিরশাহী, বাহরাইন-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। ২৯ জুন যিলকদ মাসের শেষ দিন এবং যিলহজ মাসের প্রথম দিন ৩০ জুন। ফলে ১০ যিলহজ (৯ জুলাই) ঈদ-উল-আযহা পালিত হবে।

 

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

এই হিসাবে, আরাফাহ দিবস পালিত হবে ৮ জুলাই (৯ যিলহজ)। এ দিন দেশটির মক্কা নগরীর আরাফাতের ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদ-উল- আযহা উদ্যাপিত হবে। আরবি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস যিলহজ। প্রতিবছর এই মাসে সউদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

 

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদ-উল-আযহা উদ্যাপন করবে। মহান আল্লাহ্তায়ালার অনুগ্রহ লাভের আশায় ঈদ-উল-আযহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলিমরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করবেন। সাধারণত সউদি আরব-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ-উল-আযহা উদ্যাপনের একদিন পর ভারত, বাংলাদেশ-সহ আরও বহু দেশে এ উৎসব পালিত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনেইয়ে ঈদ-উল-আযহা হবে ১০ জুলাই। ইসলামি নিয়ম অনুযায়ী, যিলহজ মাসের ১০ তারিখ ঈদ-উল-আযহা বা কুরবানির ঈদ উদ্যাপিত হয়।

করোনা মহামারির কারণে গত দুই বছর সউদি আরবে কোনও বিদেশি হজযাত্রীকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। করোনার প্রকোপ কমে আসায় এ বছর সউদি কর্তৃপক্ষ হজের অনুমতি দিয়েছে। মোট ১০ লক্ষ মানুষ পবিত্র হজে অংশ নেবেন।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদিতে ঈদ-উল-আযহা ৯ জুলাই

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ সউদি আরবে যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে ৯ জুলাই ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। সউদির সঙ্গে একই দিনে কাতার, আরব আমিরশাহী, বাহরাইন-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। ২৯ জুন যিলকদ মাসের শেষ দিন এবং যিলহজ মাসের প্রথম দিন ৩০ জুন। ফলে ১০ যিলহজ (৯ জুলাই) ঈদ-উল-আযহা পালিত হবে।

 

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

এই হিসাবে, আরাফাহ দিবস পালিত হবে ৮ জুলাই (৯ যিলহজ)। এ দিন দেশটির মক্কা নগরীর আরাফাতের ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদ-উল- আযহা উদ্যাপিত হবে। আরবি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস যিলহজ। প্রতিবছর এই মাসে সউদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

 

আরও পড়ুন: বিয়ের আগেই সউদিতে রোনাল্ডোকে উট উপহার

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদ-উল-আযহা উদ্যাপন করবে। মহান আল্লাহ্তায়ালার অনুগ্রহ লাভের আশায় ঈদ-উল-আযহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলিমরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করবেন। সাধারণত সউদি আরব-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ-উল-আযহা উদ্যাপনের একদিন পর ভারত, বাংলাদেশ-সহ আরও বহু দেশে এ উৎসব পালিত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনেইয়ে ঈদ-উল-আযহা হবে ১০ জুলাই। ইসলামি নিয়ম অনুযায়ী, যিলহজ মাসের ১০ তারিখ ঈদ-উল-আযহা বা কুরবানির ঈদ উদ্যাপিত হয়।

করোনা মহামারির কারণে গত দুই বছর সউদি আরবে কোনও বিদেশি হজযাত্রীকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। করোনার প্রকোপ কমে আসায় এ বছর সউদি কর্তৃপক্ষ হজের অনুমতি দিয়েছে। মোট ১০ লক্ষ মানুষ পবিত্র হজে অংশ নেবেন।