০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সউদিতে ঈদ-উল-আযহা ৯ জুলাই

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 91

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ সউদি আরবে যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে ৯ জুলাই ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। সউদির সঙ্গে একই দিনে কাতার, আরব আমিরশাহী, বাহরাইন-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। ২৯ জুন যিলকদ মাসের শেষ দিন এবং যিলহজ মাসের প্রথম দিন ৩০ জুন। ফলে ১০ যিলহজ (৯ জুলাই) ঈদ-উল-আযহা পালিত হবে।

 

আরও পড়ুন: খাড়ী শ্রীনগরে পবিত্র ঈদ-উল-আযহা’র নামায

এই হিসাবে, আরাফাহ দিবস পালিত হবে ৮ জুলাই (৯ যিলহজ)। এ দিন দেশটির মক্কা নগরীর আরাফাতের ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদ-উল- আযহা উদ্যাপিত হবে। আরবি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস যিলহজ। প্রতিবছর এই মাসে সউদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী।

আরও পড়ুন: ঈদের নামায চলাকালীন বৃদ্ধের গলায় চাকুর কোপ: হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক

 

আরও পড়ুন: আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদ-উল-আযহা উদ্যাপন করবে। মহান আল্লাহ্তায়ালার অনুগ্রহ লাভের আশায় ঈদ-উল-আযহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলিমরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করবেন। সাধারণত সউদি আরব-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ-উল-আযহা উদ্যাপনের একদিন পর ভারত, বাংলাদেশ-সহ আরও বহু দেশে এ উৎসব পালিত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনেইয়ে ঈদ-উল-আযহা হবে ১০ জুলাই। ইসলামি নিয়ম অনুযায়ী, যিলহজ মাসের ১০ তারিখ ঈদ-উল-আযহা বা কুরবানির ঈদ উদ্যাপিত হয়।

করোনা মহামারির কারণে গত দুই বছর সউদি আরবে কোনও বিদেশি হজযাত্রীকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। করোনার প্রকোপ কমে আসায় এ বছর সউদি কর্তৃপক্ষ হজের অনুমতি দিয়েছে। মোট ১০ লক্ষ মানুষ পবিত্র হজে অংশ নেবেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদিতে ঈদ-উল-আযহা ৯ জুলাই

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ সউদি আরবে যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে ৯ জুলাই ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। সউদির সঙ্গে একই দিনে কাতার, আরব আমিরশাহী, বাহরাইন-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদ-উল-আযহা উদ্যাপিত হবে। ২৯ জুন যিলকদ মাসের শেষ দিন এবং যিলহজ মাসের প্রথম দিন ৩০ জুন। ফলে ১০ যিলহজ (৯ জুলাই) ঈদ-উল-আযহা পালিত হবে।

 

আরও পড়ুন: খাড়ী শ্রীনগরে পবিত্র ঈদ-উল-আযহা’র নামায

এই হিসাবে, আরাফাহ দিবস পালিত হবে ৮ জুলাই (৯ যিলহজ)। এ দিন দেশটির মক্কা নগরীর আরাফাতের ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদ-উল- আযহা উদ্যাপিত হবে। আরবি ক্যালেন্ডারের ১২তম ও শেষ মাস যিলহজ। প্রতিবছর এই মাসে সউদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী।

আরও পড়ুন: ঈদের নামায চলাকালীন বৃদ্ধের গলায় চাকুর কোপ: হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক

 

আরও পড়ুন: আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় ঈদ-উল-আযহা উদ্যাপন করবে। মহান আল্লাহ্তায়ালার অনুগ্রহ লাভের আশায় ঈদ-উল-আযহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলিমরা সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করবেন। সাধারণত সউদি আরব-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ-উল-আযহা উদ্যাপনের একদিন পর ভারত, বাংলাদেশ-সহ আরও বহু দেশে এ উৎসব পালিত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনেইয়ে ঈদ-উল-আযহা হবে ১০ জুলাই। ইসলামি নিয়ম অনুযায়ী, যিলহজ মাসের ১০ তারিখ ঈদ-উল-আযহা বা কুরবানির ঈদ উদ্যাপিত হয়।

করোনা মহামারির কারণে গত দুই বছর সউদি আরবে কোনও বিদেশি হজযাত্রীকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। করোনার প্রকোপ কমে আসায় এ বছর সউদি কর্তৃপক্ষ হজের অনুমতি দিয়েছে। মোট ১০ লক্ষ মানুষ পবিত্র হজে অংশ নেবেন।