পুবের কলম ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই হ্যাক হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট। রবিবার সকালে হ্যাকারেরা প্রথমে পাকিস্তান ও তুরস্কের পতাকার ছবি পোস্ট করে। এখানেই শেষ নয়, কিছুক্ষণের মধ্যেই দুই দেশের একাধিক ছবি নিয়ে লাইভ স্ট্রিমও চালু করা হয় সেই অ্যাকাউন্টে।
ঘটনার পর শিন্দের দলের পক্ষ থেকে সাইবার অপরাধ দমন শাখাকে দ্রুত বিষয়টি জানানো হয়। দলের সোশ্যাল মিডিয়া টিমও সক্রিয় হয়ে ওঠে। শেষমেশ প্রায় ৩৫ থেকে ৪৫ মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
সাইবার অপরাধ দমন শাখার তদন্তকারীরা জানিয়েছেন, আপাতত শিন্দের এক্স অ্যাকাউন্ট ফেরত আনা গেছে। তবে কারা বা কোন উদ্দেশ্যে এই হ্যাক চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।





























