প্রায় ২.৬৩ লক্ষ ভূতুড়ে ভোটার কার্ড চিহ্নিত করেছে নির্বাচন কমিশন

- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 130
পুবের কলম ওয়েবডেস্ক: ভূতুড়ে ভোটার নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। সেই সময়ই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। ভূতুড়ে ভোটার নিয়ে পদক্ষেপ করে কমিশন। প্রায় ২.৬৩ লক্ষ ভূতুড়ে ভোটার কার্ড চিহ্নিত করেছে কমিশন। মঙ্গলবার কমিশনের একটি সূত্র জানিয়েছে, নকল নম্বরের প্রায় ২.৬৩ লক্ষ ভোটার কার্ড খুঁজে বের করে সংশোধন করা হয়েছে।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, ‘প্রতি ভোটকেন্দ্রে গড়ে প্রায় এক হাজার ভোটার রয়েছেন। অনুরূপ ইপিক নম্বরের সংখ্যা পাওয়া গেছে নগণ্য, অর্থাৎ চারটি ভোটকেন্দ্রে গড়ে একটি (কার্ড) রয়েছে। মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্র ও বিভিন্ন ভোটকেন্দ্রে একই ধরনের ইপিক নম্বরের ভোটাররা প্রকৃত ভোটার।’ এই জাতীয় সমস্ত নির্বাচকদের নতুন নম্বর সহ নতুন এপিক কার্ড জারি করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
সূত্রের খবর, এবার থেকে যে ভোটারদের কাছে একই এপিক নম্বর বিশিষ্ট ভোটার কার্ড থাকবে, তাঁদের নতুন নম্বর প্রদান করার পাশাপাশি নতুন ভোটার কার্ডও দেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের পারিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ একাধিক ভোটারের একই ভোটার সচিত্র পরিচয়পত্র (ইপিক) নম্বর রাখার বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারিতে একটি জনসভায় বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।