০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমযানের প্রথম দিন কাটালেন এরদোগান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমযানের প্রথম দিনটি কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। স্থানীয় সময় বৃহস্পতিবার ভূমিকম্প বিধ্বস্ত ওই প্রদেশে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

কারাকাসু জেলার কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন ও পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত বিশ্রাম বা বিরতি নেই। তিনি আরও বলেন, ভুলে যাবেন না,  যে কোনো জিনিস ভাগ করে নেওয়ার মাধ্যমে অনেক সুখ আছে। এই বোঝাপড়ার সঙ্গে আমরা রমযানকে ভূমিকম্প কবলিত এলাকার জন্য একটি সংহতি প্রচারে পরিণত করতে চাই। সারা দেশের পুরসভাগুলো তাদের রমযানের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত,  দেশটির দক্ষিণাঞ্চলে গত মাসে ব্যাপক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমযানের প্রথম দিন কাটালেন এরদোগান

আপডেট : ২৪ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সঙ্গে রমযানের প্রথম দিনটি কাটিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। স্থানীয় সময় বৃহস্পতিবার ভূমিকম্প বিধ্বস্ত ওই প্রদেশে ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

কারাকাসু জেলার কনটেইনার কমপ্লেক্সে বসবাসকারী ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে এরদোগান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো পুনর্গঠন ও পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত বিশ্রাম বা বিরতি নেই। তিনি আরও বলেন, ভুলে যাবেন না,  যে কোনো জিনিস ভাগ করে নেওয়ার মাধ্যমে অনেক সুখ আছে। এই বোঝাপড়ার সঙ্গে আমরা রমযানকে ভূমিকম্প কবলিত এলাকার জন্য একটি সংহতি প্রচারে পরিণত করতে চাই। সারা দেশের পুরসভাগুলো তাদের রমযানের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত,  দেশটির দক্ষিণাঞ্চলে গত মাসে ব্যাপক ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।