০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এরদোগানের নয়া মন্ত্রিসভা, গোয়েন্দা প্রধান হলেন বিদেশমন্ত্রী

আঙ্কারা: টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর তুরস্কে নতুন মন্ত্রিসভার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। নতুন মন্ত্রিসভায় নিজের গোয়েন্দা প্রধান ও প্রাক্তন সেনা সদস্যকে বিদেশমন্ত্রী পদে বেছে নিয়েছেন তিনি। দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেত সিমসেককে অর্থমন্ত্রী করা হয়েছে। শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর স্বাস্থ্য ও সংস্কূতিমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করেন এরদোগান। ১৮ সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভদেত ইলমাজ। বিদেশমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলি ইয়ারলিকায়া। আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি। উল্লেখ্যষ, অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিমসেক ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। এখন তার মূল ভূমিকা হতে পারে বছরের পর বছর ধরে চলা নীতি থেকে বের হয়ে এসে উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার কমিয়ে আনা ও বাজারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নিয়ে আসা।

নতুন মন্ত্রিসভায় কারা?

  • ভাইস প্রেসিডেন্ট : সেভদেত ইলমাজ
  • বিদেশমন্ত্রী : হাকান ফিদান
  • ট্রেজারি ও অর্থমন্ত্রী : মেহমেত সিমসেক
  • প্রতিরক্ষামন্ত্রী : ইয়াসার গুলার
  • স্বরাষ্ট্রমন্ত্রী : আলি ইয়ারলিকায়া
  • শিক্ষামন্ত্রী : ইউসুফ তেকিন
  • বিচার মন্ত্রী : ইলমাজ তুনক
  • পরিবার ও সমাজসেবা মন্ত্রী : মাহিনুর ওজদেমির গোক্তাস
  • সংস্কূতি ও পর্যটন মন্ত্রী : মেহমেত নুরি এরসয়
  • স্বাস্থ্যমন্ত্রী : ফাহরেত্তিন কোচা

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এরদোগানের নয়া মন্ত্রিসভা, গোয়েন্দা প্রধান হলেন বিদেশমন্ত্রী

আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার

আঙ্কারা: টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর তুরস্কে নতুন মন্ত্রিসভার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। নতুন মন্ত্রিসভায় নিজের গোয়েন্দা প্রধান ও প্রাক্তন সেনা সদস্যকে বিদেশমন্ত্রী পদে বেছে নিয়েছেন তিনি। দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেত সিমসেককে অর্থমন্ত্রী করা হয়েছে। শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর স্বাস্থ্য ও সংস্কূতিমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করেন এরদোগান। ১৮ সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভদেত ইলমাজ। বিদেশমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলি ইয়ারলিকায়া। আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি। উল্লেখ্যষ, অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিমসেক ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। এখন তার মূল ভূমিকা হতে পারে বছরের পর বছর ধরে চলা নীতি থেকে বের হয়ে এসে উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার কমিয়ে আনা ও বাজারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নিয়ে আসা।

নতুন মন্ত্রিসভায় কারা?

  • ভাইস প্রেসিডেন্ট : সেভদেত ইলমাজ
  • বিদেশমন্ত্রী : হাকান ফিদান
  • ট্রেজারি ও অর্থমন্ত্রী : মেহমেত সিমসেক
  • প্রতিরক্ষামন্ত্রী : ইয়াসার গুলার
  • স্বরাষ্ট্রমন্ত্রী : আলি ইয়ারলিকায়া
  • শিক্ষামন্ত্রী : ইউসুফ তেকিন
  • বিচার মন্ত্রী : ইলমাজ তুনক
  • পরিবার ও সমাজসেবা মন্ত্রী : মাহিনুর ওজদেমির গোক্তাস
  • সংস্কূতি ও পর্যটন মন্ত্রী : মেহমেত নুরি এরসয়
  • স্বাস্থ্যমন্ত্রী : ফাহরেত্তিন কোচা