০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবী (সা.) বিতর্কে ফের গ্রেফতার বিজেপির সাসপেন্ডেড নেতা টি রাজা সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 20

পুবের কলম, ওয়েবডেস্ক :  নবী (সা.) কে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেতা, গোশামহলের বিধায়ক টি রাজা সিংয়ের মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মঙ্গলবার মধ্যরাত থেকে হায়দরাদের চারমিনারের সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যা।ফ। লাঠি চার্জেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এই অবস্থায় এক রকম পরিস্থিতির চাপে পড়ে ফের টি রাজা সিংকে গ্রেফতার করল পুলিশ। এর আগেও রাজা সিংকে একবার গ্রেফতার করা হয়েছিল। কিন্তু গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের স্থানীয় আদালত জামিন দেয় তাকে। এই অবস্থায় হায়দরাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একাধিক অভিযোগ দায়ের হয় টি রাজা সিংয়ের বিরুদ্ধে। এই অবস্থায় ফের বৃহস্পতিবার টি রাজা সিংকে গ্রেফতার করা হয়। গত তিনদিনের মধ্যে এই নিয়ে দুবার গ্রেফতার করা হল বিজেপির বহিষ্কৃত এই নেতাকে। গ্রেফতারের পরেই তাকে এদিন গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুটিন চেক আপের জন্য।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

গ্রেফতারির আগেই হিন্দু ধর্মের আবেগকে উস্কে দিয়ে রাজা সিং ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘ধর্মের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। ধর্মের জন্য বুলেট, জেল, ফাঁসিকাঠে ঝুলতে আমি ভয় পাই না। অন্যদের ধর্ম নিয়ে কথা বলা, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার নাম কি ধর্ম? আমি এই সবেমাত্র জানতে পারি আমাকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন পুরনো মামলায় আমাকে যেকোনও ভাবে জেলে ঢোকাতে। তারা চায় পিডি অ্যাক্টের মাধ্যমে গ্রেফতার করে নির্বাসিত করা হোক। আমি তাদের বলতে চাই ধর্মের লড়াইতে বুলেট, জেল, ফাঁসিকাঠে ঝোলানোতে আমি ভয় পাই না। যদি কেউ আমার ঈশ্বরকে অপমান করে তাহলে আমি সেটা বরদাস্ত করব না। কোটি কোটি হিন্দু তারা যেভাবে বুঝবে তারা সেইভাবে সাড়া দেবে।’

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

ভিডিওটিতে রাজা সিংকে রাজ্যের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও সহ মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে আক্রমণ করতে দেখা যায়। রাজা সিং তার পোস্ট করা ভিডিওটিতে বলেন, ‘কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে হিন্দু ধর্মের দেবী দেবতাদের নিয়ে রসিকতা করার প্রশয় দিয়েছেন কেটি আর।
অন্যদিকে রাজা সিংকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাত থেকে চলা বিক্ষোভ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলতে থাকে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হায়দরাবাদের শালিবান্দায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। ঘটনায় এখনও পর্যন্ত ১২৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে ঢুকেও পুলিশের বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বহু ট্যুইটার ব্যবহারকারী মুসলিমদের উপরে এইভাবে দমন-পীড়ন নীতির নিন্দা করেছেন।

আসাদুদ্দিন ওয়াইসি একটি ট্যুইট করে বলেছেন, ডিসিপি সাউথের নেতৃত্বে শাহি বান্দা ও আশা টকিজের ৯০ জন গ্রেফতার হওয়া প্রতিবাদী যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা সারা রাত ধরে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

অপর একটি ট্যুইটে ওয়াইসি জানান, কাঞ্চনবাগ থেকে রাত দেড় নাগাদ কয়েকজন যুবককে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বাড়িতে ঢুকে ৫ জনকে যুবককে জোর করে আটক করে। এটা মেনে নেওয়া যায় না। পরে আমার প্রতিনিধিত্বে তারা মুক্তি পায়। পরে আমি আমার কর্মীদের তাদের বাড়ি দিয়ে আসতে বলি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী (সা.) বিতর্কে ফের গ্রেফতার বিজেপির সাসপেন্ডেড নেতা টি রাজা সিং

আপডেট : ২৫ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক :  নবী (সা.) কে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেতা, গোশামহলের বিধায়ক টি রাজা সিংয়ের মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মঙ্গলবার মধ্যরাত থেকে হায়দরাদের চারমিনারের সামনে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যা।ফ। লাঠি চার্জেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এই অবস্থায় এক রকম পরিস্থিতির চাপে পড়ে ফের টি রাজা সিংকে গ্রেফতার করল পুলিশ। এর আগেও রাজা সিংকে একবার গ্রেফতার করা হয়েছিল। কিন্তু গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের স্থানীয় আদালত জামিন দেয় তাকে। এই অবস্থায় হায়দরাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একাধিক অভিযোগ দায়ের হয় টি রাজা সিংয়ের বিরুদ্ধে। এই অবস্থায় ফের বৃহস্পতিবার টি রাজা সিংকে গ্রেফতার করা হয়। গত তিনদিনের মধ্যে এই নিয়ে দুবার গ্রেফতার করা হল বিজেপির বহিষ্কৃত এই নেতাকে। গ্রেফতারের পরেই তাকে এদিন গান্ধি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুটিন চেক আপের জন্য।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

গ্রেফতারির আগেই হিন্দু ধর্মের আবেগকে উস্কে দিয়ে রাজা সিং ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘ধর্মের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। ধর্মের জন্য বুলেট, জেল, ফাঁসিকাঠে ঝুলতে আমি ভয় পাই না। অন্যদের ধর্ম নিয়ে কথা বলা, সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার নাম কি ধর্ম? আমি এই সবেমাত্র জানতে পারি আমাকে গ্রেফতার করা হবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন পুরনো মামলায় আমাকে যেকোনও ভাবে জেলে ঢোকাতে। তারা চায় পিডি অ্যাক্টের মাধ্যমে গ্রেফতার করে নির্বাসিত করা হোক। আমি তাদের বলতে চাই ধর্মের লড়াইতে বুলেট, জেল, ফাঁসিকাঠে ঝোলানোতে আমি ভয় পাই না। যদি কেউ আমার ঈশ্বরকে অপমান করে তাহলে আমি সেটা বরদাস্ত করব না। কোটি কোটি হিন্দু তারা যেভাবে বুঝবে তারা সেইভাবে সাড়া দেবে।’

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

 

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

ভিডিওটিতে রাজা সিংকে রাজ্যের পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও সহ মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে আক্রমণ করতে দেখা যায়। রাজা সিং তার পোস্ট করা ভিডিওটিতে বলেন, ‘কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিকে হিন্দু ধর্মের দেবী দেবতাদের নিয়ে রসিকতা করার প্রশয় দিয়েছেন কেটি আর।
অন্যদিকে রাজা সিংকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার রাত থেকে চলা বিক্ষোভ বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলতে থাকে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হায়দরাবাদের শালিবান্দায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। ঘটনায় এখনও পর্যন্ত ১২৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বাড়িতে ঢুকেও পুলিশের বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বহু ট্যুইটার ব্যবহারকারী মুসলিমদের উপরে এইভাবে দমন-পীড়ন নীতির নিন্দা করেছেন।

আসাদুদ্দিন ওয়াইসি একটি ট্যুইট করে বলেছেন, ডিসিপি সাউথের নেতৃত্বে শাহি বান্দা ও আশা টকিজের ৯০ জন গ্রেফতার হওয়া প্রতিবাদী যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা সারা রাত ধরে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়।

অপর একটি ট্যুইটে ওয়াইসি জানান, কাঞ্চনবাগ থেকে রাত দেড় নাগাদ কয়েকজন যুবককে ছেড়ে দেওয়া হয়। পুলিশ বাড়িতে ঢুকে ৫ জনকে যুবককে জোর করে আটক করে। এটা মেনে নেওয়া যায় না। পরে আমার প্রতিনিধিত্বে তারা মুক্তি পায়। পরে আমি আমার কর্মীদের তাদের বাড়ি দিয়ে আসতে বলি।