অভিনব চুরি, প্রাথমিক বিদ্যালয়ে চুরি করে তালা মারল চোর
- আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার
- / 18
দেবশ্রী মজুমদার, রামপুরহাট: স্কুল বন্ধ থাকার সুযোগে চুরির ঘটনা ঘটলো বীরভূমের রামপুরহাট শহরের অমিয়স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। চুরি করে আবার তালা মেরে চাবি নিয়ে গেল চোর। অন্যান্য সামগ্রীর সঙ্গে চুরি গেল মিউজিক সিস্টেম, বাচ্চাদের প্রোজেক্টের মেশিন, মিডডে মিলের বাসনপত্র এবং দুটি ফ্যান। স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক শান্তনু সাহা বলেন, শুক্রবার স্কুলে ট্রান্সফার নিয়ে নতুন এক শিক্ষিকার স্কুলে যোগ দেওয়ার কথা ছিল। তাই স্কুলে আসার পর চুরির ঘটনা প্রকাশ্যে আসে। এই নিয়ে প্রায় পাঁচবার চুরি হলো। প্রশাসন কে বলেও কোন লাভ হচ্ছে না