অবশেষে করোনা মুক্ত এরদোগোন
- আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা মুক্ত হলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। বৃহস্পতিবার এরদোগানের চিকিৎসক এক বিবৃতিতে বলেন– করোনা পরীক্ষায় এরদোগানের নেগেটিভ রিপোর্ট এসেছে। চিকিৎসক ও অধ্যাপক সেরকান টোপালোলু জানিয়েছেন– প্রেসিডেন্টের আর কোনও উপসর্গ নেই।
শুক্রবার থেকেই কাজে ফিরেছেন তিনি। অধ্যাপক সেরকান টোপালোলুর বলেন– এরদোগানের গত কয়েকদিন ধরে ভাইরাসের কোনও উপসর্গ নেই। তবে ফার্স্ট লেডি আমিনা এরদোগানের ‘খুব হালকা উপসর্গ’ রয়েছে। তিনি বলেন– ‘গত দুই দিন ধরে আমরা যে পিসিআর পরীক্ষাগুলো করেছি তাতে নেগেটিভ রেজাল্ট এসেছে। আমি মনে করি যে– প্রেসিডেন্ট খুব শীঘ্রই তাঁর রুটিন কর্মসূচিতে ফিরতে পারেন।’ এর আগে গত ৫ ফেব্রুয়ারি করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার কথা জানান এরদোগান। ট্যুইটারে শেয়ার করা এক পোস্টে সস্ত্রীক কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানান তিনি।