২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, নতুন কর কাঠামো ঘোষণা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 85

পুবের কলম, ওয়েবডেস্ক: আজকের বাজেট দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। শুরুতেই নির্মলা সীতারামন বলেন, গত বাজেটের ওপর ভিত্তি করেই এবারের বাজেট এবং সমাজের সব স্তরের জন্য এই বাজেট। অমৃতকালের এটাই প্রথম বাজেট। আমরা সমৃদ্ধ ভারতের পরিকল্পনা করছি। যাতে সব শ্রেণির মানুষ সুবিধা পায়।

 

আরও পড়ুন: গুগল প্লেস্টোর থেকে সরেছে ২,৫০০ ভুয়ো ঋণ অ্যাপ: সংসদে নির্মলা

  • এই বাজেটের সাতটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, সপ্তঋষি বলছি। সকলকে উন্নয়নে শামিল করা, পরিকাঠামোর উন্নয়ন, কম বয়সিদের বৃদ্ধিতে জোর। কৃষক, মহিলা, অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি, উপজাতি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সকলকে বৃদ্ধির আওতায় নিয়ে আসতে হবে। লাদাখ, জম্মু-কাশ্মীর এবং পূর্বাঞ্চলের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে
  • মহিলাদের আর্থিকভাবে সমৃদ্ধ করা হয়েছে। দীনদয়াল উপাধ্যায় যোজনার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আমাদের লক্ষ্য মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাওয়া। মহিলাদের সক্ষম করে তোলা আমাদের সরকারের লক্ষ্য।
  • নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লক্ষ আয়ে দিতে হবে না কর
  • ৩ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ আয়কর।
  • ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ।
  • ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ আয়কর।
  • ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ আয়কর।
  • ১৫ লক্ষর বেশি আয়ে ৩০ শতাংশ পর্যন্ত আয়
  • ৷ MIS-এ এবার রাখা যাবে বেশি টাকা। সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৪.৫ লক্ষের টাকার বদলে ৯ লক্ষ টাকা৷ জয়েন্ট অ্যাকাউন্টে রাখা যাবে ৯ লক্ষের বদলে ১৫ লক্ষ টাকা৷
  • পুরনো ট্যাস্ক সিস্টেমে মানুষ ট্যাক্স দিতে পারবেন।
  • গত ৯ বছরে ভারতীয় অর্থনীতির বিপুল পরিবর্তন ঘটেছে, দশম থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতির জায়গায় পৌঁছেছে দেশ।
  • হস্তশিল্পের জন্য আনা হচ্ছে ‘পিএম বিকাশ’ নামের নয়া প্রকল্প।
  • কৃষকরা উৎপাদনের সঠক দাম পাবেন, ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজড করা হবে।
  • ভারত জুড়ে তৈরি হবে ১৫৭টি নার্সিং কলেজ।
  • হর্টিকালচারের জন্য ২ হাজার ২০০ কোটির তহবিল ঘোষণা অর্থমন্ত্রীর।
  • রাজ্যগুলির সুদ বিহীন ঋণের মেয়াদ বাড়ল আরও এক বছর।
  • বিপুল শিক্ষক নিয়োগের ঘোষণা। আগামী তিন বছরে ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে, তাতে সুবিধা পাবে বহু আদিবাসী পড়ুয়া।
    রেলের জন্য বরাদ্দ হল বিপুল অঙ্কের টাকা।
  • কর্নাটকের সেচ ব্যবস্থার উন্নতীকরণে নজর, বরাদ্দ ৫,৩০০ কোটি টাকা।
  • আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৭ লক্ষ টাকা,
  • ৫ লক্ষ থেকে ৭ লক্ষ পর্যন্ত যাদের বার্ষিক আয়ে তাদের কোনও কর দিতে হবে না
  • বার্ষিক ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। ২৫ শতাংশ কমানো হল আয়কর।
  • শুল্ক কমানোর ঘোষণা কেন্দ্রের। বায়োগ্যাসের উপর থেকে হটল জিএসটি। ব্যাটারির উপর থেকে কমল জিএসটি। মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে। তাতে উৎসাহ দিতে, যন্ত্রাংশের উপর কমল শুল্ক। টেলিভিশনের যন্ত্রাংশের উপরও কমল শুল্ক। বৈদ্যুতিক চিমনির উপর বাড়ল শুল্ক।
  • কিচেন চিমনির দাম বাড়বে। এছাড়াও অটোমোবাইল, খেলনার দাম কমবে।
  • মহিলাদের জন্য বিশেষ স্বল্পসঞ্চয়ী প্রকল্প, ২ বছরে রাখা যাবে ২ লাখ টাকা
  • একলব্য স্কুলে ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
  • আদিবাসী শিক্ষার উন্নয়নে একলব্য স্কুলে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা
  • ইকো ফ্রেন্ডলি চাষের জন্য ১ কোটি কৃষককে ট্রেনিং দেওয়া হবে। ব্যাঙ্কিংক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে ভারতীয় রিজার্ভ ব্যঙ্কের নিয়মে সংশোধনের প্রস্তাব
  • আগামী ৩ বছরে ১ কোটি কৃষককে স্বাভাবিক কৃষিকাজে সাহায্য দেব। তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদ্যোগ
  • পর্যটনের জন্য বিশেষ অ্যাপ। সেখানে সব তথ্য থাকবে। দেশের ও বিদেশের পর্যটকরা এই অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।
  • দেশের অর্থনীতি সুগম হয়েছে। বাজেট এই নীতি নিয়ে চলতে যায়। msme সেক্টরের ঋণনীতিকে সরকার নবীকরণ করতে চায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়ানো হল ৬৬ শতাংশ।
  • রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে। ৫০ বছরের জন্য বিনা সুদে এই ঋণ দেওয়া চলবে।
  • PAN পরিচয়পত্র হিসাবে স্বীকৃত হবে। নর্দমা পরিষ্কারের মেশিনগুলি AI সেন্টার ফর ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনগুলি তাদের বন্ড আনতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তহবিল বাড়ানো হবে
  • আগামী ৩ বছরে কেন্দ্রীয় সরকার পরিচালিত মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৩৮ হাজার ৩৮০ শিক্ষক নিয়োগের ঘোষণা
  • শিশু ও যুবকদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে। পশুপালন, দুগ্ধ ও মৎস্য খাতে ফোকাস করে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে। এছাড়াও কৃষি সম্পর্কিত স্টার্টআপগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। ২০১৪ সাল থেকে বিদ্যমান ১৫৭টি মেডিকেল কলেজের সঙ্গে ১৫৭টি নতুন নার্সিং কলেজ স্থাপন করা হবে।
  • রেলের জন্য ২.৪১ লাখ কোটির বরাদ্দ করা হয়েছে। যা আগের থেকে ৯ গুণ বেশি। কয়লা, খাদান সবক্ষেত্রে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • PM আবাস যোজনায় ৬৬ শতাংশ খরচ বাড়ানো হয়েছে। পিএম আবাস যোজনা ৭৯ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ
  • প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ
  • মৎস্যচাষিদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ছোটো-বড় মাছ চাষিরা এর সুবিধা
  • জম্মু ও কাশ্মীরের উপর সরকারের নজর রয়েছে। সরকারের লক্ষ্য সবার উন্নতি ও বিকাশ।
  • স্বচ্ছভারত মিশনে ১১.৭ কোটি মানুষের বাড়িতে শৌচালয় দেওয়া হয়েছে। এছাড়াও এলপিজি কানেকশন, পিএম জীবন জ্যোতির বিমা,  পিএম কিষান নিধি প্রকল্পকে এই সরকার বাস্তবায়িত করেছে।
  • দাম কমল মোবাইল, টিভি, হীরের গয়নার ও খেলনার ৷ কমবে গাড়ির যন্ত্রাংশের দাম, সাইকেলের, দাম বাড়ল সিগারেট, সোনা ও প্ল্যাটিনামের

আরও পড়ুন: দাম কমার আশ্বাস, ৭০ টাকা কেজিতে মিলবে টম্যাটো বললেন অর্থমন্ত্রী নির্মলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, নতুন কর কাঠামো ঘোষণা

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজকের বাজেট দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। শুরুতেই নির্মলা সীতারামন বলেন, গত বাজেটের ওপর ভিত্তি করেই এবারের বাজেট এবং সমাজের সব স্তরের জন্য এই বাজেট। অমৃতকালের এটাই প্রথম বাজেট। আমরা সমৃদ্ধ ভারতের পরিকল্পনা করছি। যাতে সব শ্রেণির মানুষ সুবিধা পায়।

 

আরও পড়ুন: গুগল প্লেস্টোর থেকে সরেছে ২,৫০০ ভুয়ো ঋণ অ্যাপ: সংসদে নির্মলা

  • এই বাজেটের সাতটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, সপ্তঋষি বলছি। সকলকে উন্নয়নে শামিল করা, পরিকাঠামোর উন্নয়ন, কম বয়সিদের বৃদ্ধিতে জোর। কৃষক, মহিলা, অনগ্রসর শ্রেণি, তফসিলি জাতি, উপজাতি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সকলকে বৃদ্ধির আওতায় নিয়ে আসতে হবে। লাদাখ, জম্মু-কাশ্মীর এবং পূর্বাঞ্চলের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে
  • মহিলাদের আর্থিকভাবে সমৃদ্ধ করা হয়েছে। দীনদয়াল উপাধ্যায় যোজনার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আমাদের লক্ষ্য মহিলাদের আরও এগিয়ে নিয়ে যাওয়া। মহিলাদের সক্ষম করে তোলা আমাদের সরকারের লক্ষ্য।
  • নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লক্ষ আয়ে দিতে হবে না কর
  • ৩ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ আয়কর।
  • ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ।
  • ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫ শতাংশ আয়কর।
  • ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ আয়কর।
  • ১৫ লক্ষর বেশি আয়ে ৩০ শতাংশ পর্যন্ত আয়
  • ৷ MIS-এ এবার রাখা যাবে বেশি টাকা। সিঙ্গল অ্যাকাউন্টে রাখা যাবে ৪.৫ লক্ষের টাকার বদলে ৯ লক্ষ টাকা৷ জয়েন্ট অ্যাকাউন্টে রাখা যাবে ৯ লক্ষের বদলে ১৫ লক্ষ টাকা৷
  • পুরনো ট্যাস্ক সিস্টেমে মানুষ ট্যাক্স দিতে পারবেন।
  • গত ৯ বছরে ভারতীয় অর্থনীতির বিপুল পরিবর্তন ঘটেছে, দশম থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতির জায়গায় পৌঁছেছে দেশ।
  • হস্তশিল্পের জন্য আনা হচ্ছে ‘পিএম বিকাশ’ নামের নয়া প্রকল্প।
  • কৃষকরা উৎপাদনের সঠক দাম পাবেন, ৬৩ হাজার প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটিকে কম্পিউটারাইজড করা হবে।
  • ভারত জুড়ে তৈরি হবে ১৫৭টি নার্সিং কলেজ।
  • হর্টিকালচারের জন্য ২ হাজার ২০০ কোটির তহবিল ঘোষণা অর্থমন্ত্রীর।
  • রাজ্যগুলির সুদ বিহীন ঋণের মেয়াদ বাড়ল আরও এক বছর।
  • বিপুল শিক্ষক নিয়োগের ঘোষণা। আগামী তিন বছরে ৩৮,৮০০ শিক্ষক নিয়োগ করা হবে, তাতে সুবিধা পাবে বহু আদিবাসী পড়ুয়া।
    রেলের জন্য বরাদ্দ হল বিপুল অঙ্কের টাকা।
  • কর্নাটকের সেচ ব্যবস্থার উন্নতীকরণে নজর, বরাদ্দ ৫,৩০০ কোটি টাকা।
  • আয়করের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৭ লক্ষ টাকা,
  • ৫ লক্ষ থেকে ৭ লক্ষ পর্যন্ত যাদের বার্ষিক আয়ে তাদের কোনও কর দিতে হবে না
  • বার্ষিক ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। ২৫ শতাংশ কমানো হল আয়কর।
  • শুল্ক কমানোর ঘোষণা কেন্দ্রের। বায়োগ্যাসের উপর থেকে হটল জিএসটি। ব্যাটারির উপর থেকে কমল জিএসটি। মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে। তাতে উৎসাহ দিতে, যন্ত্রাংশের উপর কমল শুল্ক। টেলিভিশনের যন্ত্রাংশের উপরও কমল শুল্ক। বৈদ্যুতিক চিমনির উপর বাড়ল শুল্ক।
  • কিচেন চিমনির দাম বাড়বে। এছাড়াও অটোমোবাইল, খেলনার দাম কমবে।
  • মহিলাদের জন্য বিশেষ স্বল্পসঞ্চয়ী প্রকল্প, ২ বছরে রাখা যাবে ২ লাখ টাকা
  • একলব্য স্কুলে ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
  • আদিবাসী শিক্ষার উন্নয়নে একলব্য স্কুলে ৩৮ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা
  • ইকো ফ্রেন্ডলি চাষের জন্য ১ কোটি কৃষককে ট্রেনিং দেওয়া হবে। ব্যাঙ্কিংক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে ভারতীয় রিজার্ভ ব্যঙ্কের নিয়মে সংশোধনের প্রস্তাব
  • আগামী ৩ বছরে ১ কোটি কৃষককে স্বাভাবিক কৃষিকাজে সাহায্য দেব। তটরেখা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য তৈরির উদ্যোগ
  • পর্যটনের জন্য বিশেষ অ্যাপ। সেখানে সব তথ্য থাকবে। দেশের ও বিদেশের পর্যটকরা এই অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন।
  • দেশের অর্থনীতি সুগম হয়েছে। বাজেট এই নীতি নিয়ে চলতে যায়। msme সেক্টরের ঋণনীতিকে সরকার নবীকরণ করতে চায়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বাড়ানো হল ৬৬ শতাংশ।
  • রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে। ৫০ বছরের জন্য বিনা সুদে এই ঋণ দেওয়া চলবে।
  • PAN পরিচয়পত্র হিসাবে স্বীকৃত হবে। নর্দমা পরিষ্কারের মেশিনগুলি AI সেন্টার ফর ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনগুলি তাদের বন্ড আনতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার তহবিল বাড়ানো হবে
  • আগামী ৩ বছরে কেন্দ্রীয় সরকার পরিচালিত মডেল রেসিডেন্সিয়াল স্কুলে ৩৮ হাজার ৩৮০ শিক্ষক নিয়োগের ঘোষণা
  • শিশু ও যুবকদের জন্য জাতীয় ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে। পশুপালন, দুগ্ধ ও মৎস্য খাতে ফোকাস করে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ২০ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে। এছাড়াও কৃষি সম্পর্কিত স্টার্টআপগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। ২০১৪ সাল থেকে বিদ্যমান ১৫৭টি মেডিকেল কলেজের সঙ্গে ১৫৭টি নতুন নার্সিং কলেজ স্থাপন করা হবে।
  • রেলের জন্য ২.৪১ লাখ কোটির বরাদ্দ করা হয়েছে। যা আগের থেকে ৯ গুণ বেশি। কয়লা, খাদান সবক্ষেত্রে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • PM আবাস যোজনায় ৬৬ শতাংশ খরচ বাড়ানো হয়েছে। পিএম আবাস যোজনা ৭৯ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ
  • প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ
  • মৎস্যচাষিদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ছোটো-বড় মাছ চাষিরা এর সুবিধা
  • জম্মু ও কাশ্মীরের উপর সরকারের নজর রয়েছে। সরকারের লক্ষ্য সবার উন্নতি ও বিকাশ।
  • স্বচ্ছভারত মিশনে ১১.৭ কোটি মানুষের বাড়িতে শৌচালয় দেওয়া হয়েছে। এছাড়াও এলপিজি কানেকশন, পিএম জীবন জ্যোতির বিমা,  পিএম কিষান নিধি প্রকল্পকে এই সরকার বাস্তবায়িত করেছে।
  • দাম কমল মোবাইল, টিভি, হীরের গয়নার ও খেলনার ৷ কমবে গাড়ির যন্ত্রাংশের দাম, সাইকেলের, দাম বাড়ল সিগারেট, সোনা ও প্ল্যাটিনামের

আরও পড়ুন: দাম কমার আশ্বাস, ৭০ টাকা কেজিতে মিলবে টম্যাটো বললেন অর্থমন্ত্রী নির্মলা