২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিউজলন্ড্রির সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর, ইউপি পুলিশের বিরুদ্ধে সরব আন্তর্জাতিক মিডিয়া পর্যবেক্ষকরা

নয়াদিল্লি, ১৪ জুলাই : সাংবাদিক-নিগ্রহ অব্যাহত রয়েছে যোগীরাজ্যে। সাংবাদিক নিধি সুরেশ, মনোজ শুক্ল ও যশবন্ত সিংহের বিরুদ্ধে চলছে ক্রিমিনাল তদন্ত। পাশাপাশি গণমাধ্যমের কর্মীদের হয়রান করা হচ্ছে অনবরত। এই বিষয়ে এবার সরব হল একটি মার্কিন সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। নিধি, মনোজ ও যশবন্তের বিরুদ্ধে তদন্ত বন্ধ করা ও সাংবাদিকদের হেনস্থা করা থামানোর আহ্বান জানাল তারা উত্তরপ্রদেশ সরকারের কাছে।

আয়েশা আলভি নামে এক মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করায় মিডিয়া তাঁকে হয়রান করলে তিনি দিল্লি হাইকোর্টে পিটিশন জমা দেন। এই বিষয়টি রিপোর্ট করার জন্য উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সদর বাজার পুলিশ নিউজলন্ড্রির সাংবাদিক নিধি সুরেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সংবাদদাতা মনোজ ও ‘ভড়াস মিডিয়া’ ওয়েব পোর্টালের সম্পাদকের নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে থাকা সিপিজের এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর স্টিভেন বাটলার জানিয়েছেন, সাংবাদিকদের উপর যেখানে অপরাধমূলক দোষারোপ বিধি লাগু করা উচিত নয়, সেখানে বিশেষত প্রেসের কর্মীদের উপর এই ধরনের আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। সিপিজে আরও জানিয়েছে, সাংবাদিক নিধি সুরেশ, মনোজ শুক্ল ও যশবন্ত সিংহের বিরুদ্ধে তদন্ত বন্ধ করা উচিত উত্তরপ্রদেশের কর্তৃপক্ষের এবং দোষারোপ বিধি সংস্কার করা প্রয়োজন ভারতের যাতে সাংবাদিকদের সমস্যা ক্রিমিনাল আইনের বদলে সিভিল আইনের মাধ্যমে সমাধান করা যায়।

সর্বধিক পাঠিত

আরাবল্লীর খননে সুপ্রিম তালা, অবৈধ খনন রুখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন শীর্ষ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিউজলন্ড্রির সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর, ইউপি পুলিশের বিরুদ্ধে সরব আন্তর্জাতিক মিডিয়া পর্যবেক্ষকরা

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার

নয়াদিল্লি, ১৪ জুলাই : সাংবাদিক-নিগ্রহ অব্যাহত রয়েছে যোগীরাজ্যে। সাংবাদিক নিধি সুরেশ, মনোজ শুক্ল ও যশবন্ত সিংহের বিরুদ্ধে চলছে ক্রিমিনাল তদন্ত। পাশাপাশি গণমাধ্যমের কর্মীদের হয়রান করা হচ্ছে অনবরত। এই বিষয়ে এবার সরব হল একটি মার্কিন সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। নিধি, মনোজ ও যশবন্তের বিরুদ্ধে তদন্ত বন্ধ করা ও সাংবাদিকদের হেনস্থা করা থামানোর আহ্বান জানাল তারা উত্তরপ্রদেশ সরকারের কাছে।

আয়েশা আলভি নামে এক মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করায় মিডিয়া তাঁকে হয়রান করলে তিনি দিল্লি হাইকোর্টে পিটিশন জমা দেন। এই বিষয়টি রিপোর্ট করার জন্য উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সদর বাজার পুলিশ নিউজলন্ড্রির সাংবাদিক নিধি সুরেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সংবাদদাতা মনোজ ও ‘ভড়াস মিডিয়া’ ওয়েব পোর্টালের সম্পাদকের নামও এফআইআরে উল্লেখ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে থাকা সিপিজের এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর স্টিভেন বাটলার জানিয়েছেন, সাংবাদিকদের উপর যেখানে অপরাধমূলক দোষারোপ বিধি লাগু করা উচিত নয়, সেখানে বিশেষত প্রেসের কর্মীদের উপর এই ধরনের আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। সিপিজে আরও জানিয়েছে, সাংবাদিক নিধি সুরেশ, মনোজ শুক্ল ও যশবন্ত সিংহের বিরুদ্ধে তদন্ত বন্ধ করা উচিত উত্তরপ্রদেশের কর্তৃপক্ষের এবং দোষারোপ বিধি সংস্কার করা প্রয়োজন ভারতের যাতে সাংবাদিকদের সমস্যা ক্রিমিনাল আইনের বদলে সিভিল আইনের মাধ্যমে সমাধান করা যায়।