পূরণ কুমারের আত্মহত্যায় মানসিক অত্যাচারের অভিযোগ স্ত্রীর
IPS আত্মহত্যায় হরিয়ানার মুখ্যসচিব-ডিজিসহ ১৫ আমলার বিরুদ্ধে দায়ের এফআইআর

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 382
পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার চণ্ডীগড়ে বাড়ির বেসমেন্ট থেকে আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি নিজেকে গুলি করে আত্মঘাতী হন বলে জানায় পুলিশ। এবার সেই ঘটনায় হরিয়ানার একাধিক উচ্চপদস্থ আমলাদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
সূত্রের খবর, নিহত আইপিএস অফিসারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ কাপুর, রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজর্নিয়া এবং ৩ আইএএস অফিসার-সহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। জানা গিয়েছে, আইপিএস অফিসারের আত্মঘাতী হওয়ার দু’দিন পরে তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে হরিয়ানা পুলিশ। মূলত পূরণ কুমারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সেখানকার ডিজি-সহ রাজ্য প্রশাসনের ১৫ কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
নিহত আইপিএস অফিসারের স্ত্রী অনমিত পি কুমার অভিযোগ করেন, মৃত্যুর আগে সুইসাইড নোটে একাধিক পুলিশ অফিসার ও আমলার নামে প্রতিনিয়ত মানসিক অত্যাচারের অভিযোগ করেছিলেন ওয়াই পূরণ কুমার। তাঁর স্বামীকে জাতপাত তুলে হেনস্থা করা হয়েছে। আত্মহত্যার আগে পূরণ কুমার যে সুইসাইড নোট লিখে যান তাতে তাঁকে জাতপাত তুলে অপমানের উল্লেখ ছিল। উল্লেখ্য, ৭ অক্টোবর চণ্ডীগড় সেক্টর ১১-এ বাড়ির বেসমেন্ট থেকে ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি নিজেকে গুলি করে আত্মঘাতী হন। বাড়ির বেসমেন্টে তাঁর মেয়ে প্রথম দেহ দেখতে পান।
রাজ্য পুলিশ সূত্রে খবর, অভিযোগের তালিকায় রয়েছে রাজ্যের মুখ্যসচিব অনুরাগ রাস্তোগি, অবসরপ্রাপ্ত মুখ্যসচিব টিবি এসএন প্রসাদ, অবসরপ্রাপ্ত ডিজি শত্রুজিৎ কাপুর, মনোজ যাদব, পিকে আগরওয়াল, সচিব কলা রামচন্দ্রন, এডিজি সন্দীপ খিরভার, অমিতাভ ঢিল্লোঁ, সঞ্জয় কুমার, মাতা রবি কিরণ, কমিশনার শিবাস কবিরাজ, আইজি পঙ্কজ নৈন, কুলবিন্দর সিংহ এবং পুলিশ সুপার নরেন্দ্র বিজর্নিয়া।