১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” ভিডিও ভাইরাল হতেই বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার বিরুদ্ধে দায়ের হল এফআইআর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার
  • / 93

পুবের কলম ওয়েবডেস্কঃ  “ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” রাজস্থানের আলওয়ারের প্রাক্তন বিধায়ক“ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” ভিডিও ভাইরাল হতেই বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার  বিরুদ্ধে দায়ের হল এফআইআর । আহুজার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল পুলিশ। এফআইআর দায়ের করেছে  আলওয়ার পুলিশ। ধর্মের ভিত্তিতে ঘৃণা এবং শত্রুতায় মদত দেওয়ার অভিযোগে ভারতীয় দন্ডবিধির ১৫৩-এ ধারায় দায়ের করা হয়েছে এফআইআর।

গোবিন্দগড় থানার স্টেশন হাউজ অফিসার শিবশংকর সংবাদসংস্থাকে জানিয়েছেন ভাইরাল ভিডিও দেখার পরেই ওই প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শিবশংকর আরও জানিয়েছেন ট্রাক্টর চুরির অভিযোগে যে চিরঞ্জীব কে পিটিয়ে মারা তার বাড়িতেও গিয়ে দেখা করেছেন অফিসাররা।গত রবিবার সকালে ট্রাক্টর চুরির অভিযোগে গোবিন্দপুরে বেধড়ক মারধোর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জয়পুরের একটি সরকারি হাসপাতালে সোমবার মৃত্যু হয় চিরঞ্জীবের।

আরও পড়ুন: IPS আত্মহত্যায় হরিয়ানার মুখ্যসচিব-ডিজিসহ ১৫ আমলার বিরুদ্ধে দায়ের এফআইআর

গণপিটুনি  দিয়ে  হত্যা করেছেন  পাঁচজন  মুসলিমকে।  রাজস্থানের আলোয়ারের  বিজেপি  নেতার এই বক্তব্য আক্ষরিক অর্থেই  শোরগোল পড়ে গিয়েছে। এহেন উস্কানিমূলক  মন্তব্য কে তীব্র  ধিক্কার  জানিয়েছে  রাজস্থান প্রদেশ কংগ্রেস। রাজস্থান  প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোতাস ট্যুইটারে শেয়ার করেছেন  বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার  সেই  বিতর্কিত  ভিডিও। জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা গিয়েছে, “এতদিন পর্যন্ত আমরা ৫ জনকে পিটিয়ে মেরেছি। এই প্রথমবার ওরা আমাদের মারল। আমি তো কর্মীদের পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। তোমরা মারো। জামিন করানোর দায়িত্ব আমার।”

আরও পড়ুন: সাপকে হত্যার অভিযোগে উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির এই ট্যুইট প্রকাশ্যে আসার পরেই  নড়েচড়ে বসেছে রাজস্থান  বিজেপির শীর্ষ নেতৃত্ব।  আলওয়ার জেলা বিজেপির সভাপতি  বলেছেন  এগুলো  জ্ঞানদেব আহুজার নিজস্ব মতামত।  দল এহেন মন্তব্যকে সমর্থন করেনা।ভিডিওটি শেয়ার করে গোবিন্দ সিং ডোতাসরা বলছেন, “এটাই বিজেপির আসল চেহারা। আসলে ওরা ধর্মের নামে সন্ত্রাস আর গুন্ডামি করে। এটাই তার যথেষ্ট প্রমাণ।যদিও  আহুজা এহেন  বক্তব্যের পরেও জানিয়েছেন তিনি  কোন ভুল কথা  বলেন নি যারা গো মাংস  বিক্রি  যারাই  করবে  তাদের কেই মরতে হবে।

তবে বিজেপির ধর্মী সন্ত্রাস, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে রাজস্থান কংগ্রেস।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” ভিডিও ভাইরাল হতেই বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার বিরুদ্ধে দায়ের হল এফআইআর

আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  “ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” রাজস্থানের আলওয়ারের প্রাক্তন বিধায়ক“ পাঁচজনকে পিটিয়ে মেরেছি” ভিডিও ভাইরাল হতেই বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার  বিরুদ্ধে দায়ের হল এফআইআর । আহুজার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসল পুলিশ। এফআইআর দায়ের করেছে  আলওয়ার পুলিশ। ধর্মের ভিত্তিতে ঘৃণা এবং শত্রুতায় মদত দেওয়ার অভিযোগে ভারতীয় দন্ডবিধির ১৫৩-এ ধারায় দায়ের করা হয়েছে এফআইআর।

গোবিন্দগড় থানার স্টেশন হাউজ অফিসার শিবশংকর সংবাদসংস্থাকে জানিয়েছেন ভাইরাল ভিডিও দেখার পরেই ওই প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শিবশংকর আরও জানিয়েছেন ট্রাক্টর চুরির অভিযোগে যে চিরঞ্জীব কে পিটিয়ে মারা তার বাড়িতেও গিয়ে দেখা করেছেন অফিসাররা।গত রবিবার সকালে ট্রাক্টর চুরির অভিযোগে গোবিন্দপুরে বেধড়ক মারধোর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় জয়পুরের একটি সরকারি হাসপাতালে সোমবার মৃত্যু হয় চিরঞ্জীবের।

আরও পড়ুন: IPS আত্মহত্যায় হরিয়ানার মুখ্যসচিব-ডিজিসহ ১৫ আমলার বিরুদ্ধে দায়ের এফআইআর

গণপিটুনি  দিয়ে  হত্যা করেছেন  পাঁচজন  মুসলিমকে।  রাজস্থানের আলোয়ারের  বিজেপি  নেতার এই বক্তব্য আক্ষরিক অর্থেই  শোরগোল পড়ে গিয়েছে। এহেন উস্কানিমূলক  মন্তব্য কে তীব্র  ধিক্কার  জানিয়েছে  রাজস্থান প্রদেশ কংগ্রেস। রাজস্থান  প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোতাস ট্যুইটারে শেয়ার করেছেন  বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার  সেই  বিতর্কিত  ভিডিও। জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা গিয়েছে, “এতদিন পর্যন্ত আমরা ৫ জনকে পিটিয়ে মেরেছি। এই প্রথমবার ওরা আমাদের মারল। আমি তো কর্মীদের পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। তোমরা মারো। জামিন করানোর দায়িত্ব আমার।”

আরও পড়ুন: সাপকে হত্যার অভিযোগে উত্তরপ্রদেশে এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির এই ট্যুইট প্রকাশ্যে আসার পরেই  নড়েচড়ে বসেছে রাজস্থান  বিজেপির শীর্ষ নেতৃত্ব।  আলওয়ার জেলা বিজেপির সভাপতি  বলেছেন  এগুলো  জ্ঞানদেব আহুজার নিজস্ব মতামত।  দল এহেন মন্তব্যকে সমর্থন করেনা।ভিডিওটি শেয়ার করে গোবিন্দ সিং ডোতাসরা বলছেন, “এটাই বিজেপির আসল চেহারা। আসলে ওরা ধর্মের নামে সন্ত্রাস আর গুন্ডামি করে। এটাই তার যথেষ্ট প্রমাণ।যদিও  আহুজা এহেন  বক্তব্যের পরেও জানিয়েছেন তিনি  কোন ভুল কথা  বলেন নি যারা গো মাংস  বিক্রি  যারাই  করবে  তাদের কেই মরতে হবে।

তবে বিজেপির ধর্মী সন্ত্রাস, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে রাজস্থান কংগ্রেস।