১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অসম ও কেন্দ্র সরকারের সমালোচনায় সাংবাদিকের বিরূদ্ধে এফআইআর 

ইমামা খাতুন
  • আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 222

পুবের কলম, ওয়েব ডেস্ক: অসম সরকারের সমালোচনা করায় এবার খ্যাতনামা সাংবাদিক ও ইউটিউবারের বিরূদ্ধে এফআইআর। জানা গেছে, বর্ষীয়ান সাংবাদিক অভিসার শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ। তাঁর বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্র সরকারকে উপহাস করার আরোপ লেগেছে বলেই খবর।

আসামের স্থানীয় এক ব্যক্তি অলোক বড়ুয়া (২৩) বৃহস্পতিবার অভিসার শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, অভিসার শর্মা ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ‘I Love Muhammad’ row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল

অভিযোগকারী আরও জানিয়েছেন, নিজের ভিডিয়োর মাধ্যমে দেশজুড়ে ধর্মীয় বিভেদ লাগানোর চেষ্টা করছেন ওই সাংবাদিক। এছাড়া আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করা এবং ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের অভিযোগ করেছেন। ফলস্বরূপ

আরও পড়ুন: কেরলে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করায় ছাত্রী সংগঠন জিআইও নেত্রীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

রাজ্য তথা দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পড়তে পারে। এছাড়া রাম রাজ্যের নীতিকে উপহাস করেছেন অভিসার শর্মা বলেও অভিযোগ করা হয়েছে। তিনি তাঁর ভিডিয়োতে দাবি করেছেন, সরকার কেবল হিন্দু-মুসলিম মেরুকরণের রাজনীতির ওপর নির্ভরশীল। এই মন্তব্যগুলি কেন্দ্র এবং আসাম সরকারকে অসম্মান করার উদ্দেশ্যে করেছেন তিনি। যার ফলে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিপন্ন হচ্ছে।

আরও পড়ুন: শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

 

এদিকে অভিসার শর্মার বিরুদ্ধে আনা এফআইআর ভিত্তিহীন বলে দাবি সাংবাদিকের। এক সোশ্যাল মিডিয়া পোষ্টে এফআইআর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আইনগতভাবে এর জবাব দেওয়া হবে। আমি… মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক রাজনীতির উপর তথ্য তুলে ধরেছিলাম – তাঁর নিজস্ব বক্তব্যের ভিত্তিতে।

মূলত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিয়োকে তুলে ধরেই এই অভিযোগ আনা হয়েছে। যাতে স্পষ্ট ভাবে সাম্প্রদায়িক বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে।

 

অভিযোগকারী এদিন দাবি করেছেন যে, অভিসার শর্মা কর্তৃক সংঘটিত অপরাধসমূহ ভারতীয় দণ্ডবিধি সংহিতা (BNS)-এর ১৫২ ধারা (যা দেশদ্রোহ আইনকে প্রতিস্থাপন করেছে এবং ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করে), ১৯৬ ধারা (ধর্ম, বর্ণ, জন্মস্থান, বাসস্থান, ভাষা, জাত বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের অপরাধ) এবং ১৯৭ ধারা (জাতীয় সংহতির পরিপন্থী অভিযোগ ও মন্তব্য সম্পর্কিত অপরাধ) অনুযায়ী শাস্তিযোগ্য।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসম ও কেন্দ্র সরকারের সমালোচনায় সাংবাদিকের বিরূদ্ধে এফআইআর 

আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: অসম সরকারের সমালোচনা করায় এবার খ্যাতনামা সাংবাদিক ও ইউটিউবারের বিরূদ্ধে এফআইআর। জানা গেছে, বর্ষীয়ান সাংবাদিক অভিসার শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ। তাঁর বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্র সরকারকে উপহাস করার আরোপ লেগেছে বলেই খবর।

আসামের স্থানীয় এক ব্যক্তি অলোক বড়ুয়া (২৩) বৃহস্পতিবার অভিসার শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, অভিসার শর্মা ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ‘I Love Muhammad’ row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল

অভিযোগকারী আরও জানিয়েছেন, নিজের ভিডিয়োর মাধ্যমে দেশজুড়ে ধর্মীয় বিভেদ লাগানোর চেষ্টা করছেন ওই সাংবাদিক। এছাড়া আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করা এবং ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের অভিযোগ করেছেন। ফলস্বরূপ

আরও পড়ুন: কেরলে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করায় ছাত্রী সংগঠন জিআইও নেত্রীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

রাজ্য তথা দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পড়তে পারে। এছাড়া রাম রাজ্যের নীতিকে উপহাস করেছেন অভিসার শর্মা বলেও অভিযোগ করা হয়েছে। তিনি তাঁর ভিডিয়োতে দাবি করেছেন, সরকার কেবল হিন্দু-মুসলিম মেরুকরণের রাজনীতির ওপর নির্ভরশীল। এই মন্তব্যগুলি কেন্দ্র এবং আসাম সরকারকে অসম্মান করার উদ্দেশ্যে করেছেন তিনি। যার ফলে ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বিপন্ন হচ্ছে।

আরও পড়ুন: শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

 

এদিকে অভিসার শর্মার বিরুদ্ধে আনা এফআইআর ভিত্তিহীন বলে দাবি সাংবাদিকের। এক সোশ্যাল মিডিয়া পোষ্টে এফআইআর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আইনগতভাবে এর জবাব দেওয়া হবে। আমি… মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রদায়িক রাজনীতির উপর তথ্য তুলে ধরেছিলাম – তাঁর নিজস্ব বক্তব্যের ভিত্তিতে।

মূলত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি ভিডিয়োকে তুলে ধরেই এই অভিযোগ আনা হয়েছে। যাতে স্পষ্ট ভাবে সাম্প্রদায়িক বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে।

 

অভিযোগকারী এদিন দাবি করেছেন যে, অভিসার শর্মা কর্তৃক সংঘটিত অপরাধসমূহ ভারতীয় দণ্ডবিধি সংহিতা (BNS)-এর ১৫২ ধারা (যা দেশদ্রোহ আইনকে প্রতিস্থাপন করেছে এবং ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করে), ১৯৬ ধারা (ধর্ম, বর্ণ, জন্মস্থান, বাসস্থান, ভাষা, জাত বা সম্প্রদায়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের অপরাধ) এবং ১৯৭ ধারা (জাতীয় সংহতির পরিপন্থী অভিযোগ ও মন্তব্য সম্পর্কিত অপরাধ) অনুযায়ী শাস্তিযোগ্য।