০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বইয়ের ইডি দফতরে আগুন, বহু নথি নষ্টের আশঙ্কা, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

চামেলি দাস
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 67

পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বইয়ের ইডি দফতরে গভীর রাতে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। ইডির দফতরে মজুত বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে খবর। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। উল্লেখ্য, মুম্বইয়ের ইডির এই দফতরেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত মেহুল চোকসী এবং নীরব মোদিদের মামলার তদন্ত চলছে।শনিবার গভীর রাতে ইডি দফতরে আগুন লাগে বলে খবর। মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনে একটি ছ’তলা ভবনে ইডির দফতর। রাত আড়াইটে নাগাদ সেখান থেকে দমকলকে ফোন করা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের।

আরও পড়ুন:‘আমি ট্র্যাপের শিকার’, বহিষ্কারের পর দলকে নিশানা প্রাক্তন সাংসদ বংশগোপালের

প্রথমে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। পরে আগুনের পরিমাণ বুঝে আরও চারটি ইঞ্জিন যায়। এ ছাড়াও দমকলের তরফে ছ’টি বড় ট্যাঙ্কার, একটি অ্যাম্বুল্যান্স, একটি উদ্ধারকারী গাড়ি এবং অন্যান্য সরঞ্জামের বন্দোবস্ত করা হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত দমকলকর্মীরা কাজ করছেন ইডি দফতরে।ভোর সাড়ে ৩টে নাগাদ ইডি দফতরের আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে, তাকে ‘লেভেল ২ পর্যায়ের আগুন’ বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ। পরে সাড়ে ৪টে নাগাদ আগুন পৌঁছে যায় ‘লেভেল ৩’ পর্যায়ে। গভীর রাতে ইডি দফতর বন্ধ ছিল। ফলে ভিতরে কর্মীরা তেমন কেউ ছিলেন না। আগুনের ফলে ইডি দফতরের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও স্পষ্ট নয়। অত রাতে কী ভাবে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বইয়ের ইডি দফতরে আগুন, বহু নথি নষ্টের আশঙ্কা, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বইয়ের ইডি দফতরে গভীর রাতে বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন। ইডির দফতরে মজুত বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে খবর। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। উল্লেখ্য, মুম্বইয়ের ইডির এই দফতরেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত মেহুল চোকসী এবং নীরব মোদিদের মামলার তদন্ত চলছে।শনিবার গভীর রাতে ইডি দফতরে আগুন লাগে বলে খবর। মুম্বইয়ের বালার্ড এস্টেট এলাকায় গ্র্যান্ড হোটেলের সামনে একটি ছ’তলা ভবনে ইডির দফতর। রাত আড়াইটে নাগাদ সেখান থেকে দমকলকে ফোন করা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। ফলে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের।

আরও পড়ুন:‘আমি ট্র্যাপের শিকার’, বহিষ্কারের পর দলকে নিশানা প্রাক্তন সাংসদ বংশগোপালের

প্রথমে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছিল। পরে আগুনের পরিমাণ বুঝে আরও চারটি ইঞ্জিন যায়। এ ছাড়াও দমকলের তরফে ছ’টি বড় ট্যাঙ্কার, একটি অ্যাম্বুল্যান্স, একটি উদ্ধারকারী গাড়ি এবং অন্যান্য সরঞ্জামের বন্দোবস্ত করা হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত দমকলকর্মীরা কাজ করছেন ইডি দফতরে।ভোর সাড়ে ৩টে নাগাদ ইডি দফতরের আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে, তাকে ‘লেভেল ২ পর্যায়ের আগুন’ বলে উল্লেখ করেন কর্তৃপক্ষ। পরে সাড়ে ৪টে নাগাদ আগুন পৌঁছে যায় ‘লেভেল ৩’ পর্যায়ে। গভীর রাতে ইডি দফতর বন্ধ ছিল। ফলে ভিতরে কর্মীরা তেমন কেউ ছিলেন না। আগুনের ফলে ইডি দফতরের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও স্পষ্ট নয়। অত রাতে কী ভাবে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।