উত্তরভারতে বন্যার তাণ্ডব, বিপর্যস্ত একাধিক রাজ্য

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 28
পুবের কলম ওয়েবডেস্ক : একনাগাড়ে প্রবল বর্ষণে ত্রাহি রব উত্তর ভারত জুড়ে। কোথাও জলের তলায় রাস্তাঘাট, কোথাও ধসে যাচ্ছে ঘরবাড়ি, আবার কোথাও বন্যার আশঙ্কায় ভয়াবহ পরিস্থিতি। পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, দিল্লি ও উত্তরাখণ্ড-সর্বত্রই একই ছবি। প্রাণহানি ঘটেছে বহু মানুষের, অনেকে এখনও নিখোঁজ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন বৃষ্টির বিরাম নেই।
সবচেয়ে করুণ চিত্র পঞ্জাবে, যেখানে ইতিমধ্যেই ২৯ জনের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছেন হাজারো মানুষ। জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান কেড়ে নিয়েছে বহু প্রাণ। দিল্লি ও এনসিআরের বিভিন্ন এলাকা প্লাবিত।
বাঁধ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও জটিল। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা হয়েছে একাধিক রাজ্যে, সংস্থাগুলো কর্মীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দিয়েছে। বহু জাতীয় সড়কও বন্যা ও ধসে বন্ধ রয়েছে।