১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী মহাজোটের বৈঠকে থাকবেন মেহবুবা-ফারুক

সামিমা এহসানা
  • আপডেট : ১২ জুন ২০২৩, সোমবার
  • / 60

পুবের কলম ওয়েব ডেস্ক: বিরোধী মহাজোটের সলতে পাকানোর কাজ আগেই শুরু করেছিলেন নীতীশ কুমার। নাম লিখিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল-সহ অন্যান্যরা। এখন নতুন করে সেই দলে যোগ দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিও।

চব্বিশের লোকসভার দিকে তাকিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে একমঞ্চে আসার জন্য প্রথম অনুরোধ জানিয়েছিলেন নীতীশ কুমার। ইশারায় ডাক দিয়েছিল কংগ্রেসও। ১২ জুন পটনায় বৈঠকের ডাক দিয়েছিলেন নীতীশ-লালুরা। কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার ব্যস্ততার কথা মাথায় রেখে ২৩ জুন এই বৈঠকের ডাক দেওয়া হয়। ইতিমধ্যেই ওই বৈঠকে ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ ১৮টি বিরোধী দলের নেতারা হাজির থাকবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

মেহবুবা-ফারুকও যে ওই বেঠকে থাকছেন, এ কথা জানিয়েছেন জেডিইউ সভাপতি ও সাংসদ রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।

আরও পড়ুন: জোট নয়, জম্মু ও কাশ্মীরে একাই লড়বেন ফারুখ আবদুল্লাহ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে বিরোধী মহাজোটের বৈঠকে উপস্থিত থাকবেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, কেজরিওয়াল-সহ তৃণমূলও। থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

আরও পড়ুন: ভগবান রাম শুধু হিন্দুদের নয়, সমগ্র বিশ্বের : ফারুক আবদুল্লাহ

বিজেপি বিরোধী এই মহাজোটের বৈঠকে থাকবে কংগ্রেস, আরজেডি, জেডি (ইউ), তৃণমূল, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, সপা, আপ, ডিএমকে, এনসিপি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি,  শিবসেনা (উদ্ভব ঠাকরে গোষ্ঠী)-সহ মোট ১৮টি দল।

অসুস্থ শরীরেও বিজেপি বিরোধী এই মহাজোটের তদারকি করছেন লালুপ্রসাদ যাদব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক সফল হলে ২৪-এর লোকসভায় ধরাশায়ী হবে বিজেপি।

উল্লেখ্য, ২০১৯-এর আগস্টে রাতারাতি বিল পাশ করিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। সেই সময় গুটিকয়েক বিজেপি বিরোধী দলের নেতানেত্রীরাই তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। সেটাও দূরত্ব বজায় রেখে। সেই অর্থে কোনও বৃহৎ আন্দোলনের পথে হাঁটেননি কেউই। যদিও সেই সব অভিমান ভুলে শেষপর্যন্ত বিরোধী মহাজোটে থাকার বার্তা দিয়েছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরোধী মহাজোটের বৈঠকে থাকবেন মেহবুবা-ফারুক

আপডেট : ১২ জুন ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বিরোধী মহাজোটের সলতে পাকানোর কাজ আগেই শুরু করেছিলেন নীতীশ কুমার। নাম লিখিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল-সহ অন্যান্যরা। এখন নতুন করে সেই দলে যোগ দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিও।

চব্বিশের লোকসভার দিকে তাকিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে একমঞ্চে আসার জন্য প্রথম অনুরোধ জানিয়েছিলেন নীতীশ কুমার। ইশারায় ডাক দিয়েছিল কংগ্রেসও। ১২ জুন পটনায় বৈঠকের ডাক দিয়েছিলেন নীতীশ-লালুরা। কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার ব্যস্ততার কথা মাথায় রেখে ২৩ জুন এই বৈঠকের ডাক দেওয়া হয়। ইতিমধ্যেই ওই বৈঠকে ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ ১৮টি বিরোধী দলের নেতারা হাজির থাকবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

মেহবুবা-ফারুকও যে ওই বেঠকে থাকছেন, এ কথা জানিয়েছেন জেডিইউ সভাপতি ও সাংসদ রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।

আরও পড়ুন: জোট নয়, জম্মু ও কাশ্মীরে একাই লড়বেন ফারুখ আবদুল্লাহ

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে বিরোধী মহাজোটের বৈঠকে উপস্থিত থাকবেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, কেজরিওয়াল-সহ তৃণমূলও। থাকবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

আরও পড়ুন: ভগবান রাম শুধু হিন্দুদের নয়, সমগ্র বিশ্বের : ফারুক আবদুল্লাহ

বিজেপি বিরোধী এই মহাজোটের বৈঠকে থাকবে কংগ্রেস, আরজেডি, জেডি (ইউ), তৃণমূল, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, সপা, আপ, ডিএমকে, এনসিপি, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি,  শিবসেনা (উদ্ভব ঠাকরে গোষ্ঠী)-সহ মোট ১৮টি দল।

অসুস্থ শরীরেও বিজেপি বিরোধী এই মহাজোটের তদারকি করছেন লালুপ্রসাদ যাদব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক সফল হলে ২৪-এর লোকসভায় ধরাশায়ী হবে বিজেপি।

উল্লেখ্য, ২০১৯-এর আগস্টে রাতারাতি বিল পাশ করিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার কেড়ে নেওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দি করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। সেই সময় গুটিকয়েক বিজেপি বিরোধী দলের নেতানেত্রীরাই তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। সেটাও দূরত্ব বজায় রেখে। সেই অর্থে কোনও বৃহৎ আন্দোলনের পথে হাঁটেননি কেউই। যদিও সেই সব অভিমান ভুলে শেষপর্যন্ত বিরোধী মহাজোটে থাকার বার্তা দিয়েছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী।