মৃত্যুর চার দিন পর কবর থেকে তোলা হলো ১৭ বছরের নাবালিকার দেহ
- আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
 - / 133
 
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় জয়নগর : মৃত্যুর চার দিন পর কবর থেকে তোলা হলো ১৭ বছরের নাবালিকার দেহ। আর এই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় । গত ২১ শে ফেব্রুয়ারি জয়নগর থানা এলাকার, ঢোষা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্যামনগরে রাইমা মন্ডল নামে ১৭ বছরের এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘটে।
আর সেই মৃত্যু ঘিরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান এটি অস্বাভাবিক মৃত্যু। শুক্রবার বারুইপুর ম্যাজিস্ট্রেটের নির্দেশ মেনে ঐ নাবালিকার দেহ কবর থেকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। গত মঙ্গলবার পরিবারের লোকজন নিয়ম-রীতি মেনে দেহ কবর দিয়ে দেয়। গোপন সূত্রে খবর পেয়ে জয়নগরের ১ নম্বর বিডিও সত্যজিৎ বিশ্বাস, জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জীরউপস্থিতিতে ঐ নাবালিকার দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।পুলিশ জানায় নাবালিকার মৃত্যুর প্রকৃত কারণ কি সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ময়না তদন্তে রিপোর্ট আসলে তবেই তা স্পষ্ট জানা যাবে।
																			
																		

























