৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনায় চারদিন হয়ে গেলেও খোঁজ মেলেনি বীরভূমের যুবকের  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার
  • / 125

কৌশিক সালুই, বীরভূম:- বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনার চার দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি, বীরভূমের সিউড়ির ঝোড়া কড়মকাল এর লাভলু মালের।  বাধ্য হয়ে সোমবার তার উদ্বিগ্ন পরিজনেরা উড়িষ্যার দুর্ঘটনা স্থলে রওনা দিয়েছেন। গত শুক্রবার যশবন্তপুর হাওড়া হামসফর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফেরার সময় করমণ্ডল এক্সপ্রেস ও মাল গাড়ির সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ হয়।

তারপর থেকেই নিখোঁজ লাভলু। তার দুই সহযাত্রীর মধ্যে মহিম ডোম কটকের হাসপাতালে চিকিৎসাধীন।  তার বাম পা কেটে বাদ দিতে হয়েছে। এছাড়া তার ডান পায়ের অবস্থাও খুবই খারাপ। অপর সঙ্গী অনিল ইতিমধ্যেই বাড়ি ফিরে এসেছে। যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি লাভলুর।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

জখম অবস্থায় ওড়িশার কোনও হাসপাতালে চিকিৎসাধীন না তার মৃতদেহ পরিচয়হীন হয়ে হাসপাতালের মর্গে আছে সে নিয়ে আশঙ্কায় সকলে। তার মধ্যেও পরিবারের লোকজন আশাবাদী হয়তো সুস্থ অবস্থাতেই ফিরে আসবে তাদের পরিবারের ছেলে। দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ওই যুবক। বাড়িতে স্ত্রী যমুনার সঙ্গে দুই নাবালক সন্তান থাকে।

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

পরিবারের একমাত্র রোজগার করা মানুষের খোঁজ না পেয়ে প্রবল উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। ভাই সহ কয়েকজন আত্মীয় লাভলুর খোঁজে ইতি মধ্যেই এদিন রওনা দিয়েছে। স্ত্রী যমুনা মাল জানান, ” কি করবো এখন কূল কিনারা খুজে পাচ্ছি না তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন স্বামীর খোঁজ করতে ওড়িশা গিয়েছে,  আশা করছি স্বামীকে সুস্থ অবস্থায় তারা ফিরিয়ে আনতে পারবে”।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনায় চারদিন হয়ে গেলেও খোঁজ মেলেনি বীরভূমের যুবকের  

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার

কৌশিক সালুই, বীরভূম:- বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনার চার দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি, বীরভূমের সিউড়ির ঝোড়া কড়মকাল এর লাভলু মালের।  বাধ্য হয়ে সোমবার তার উদ্বিগ্ন পরিজনেরা উড়িষ্যার দুর্ঘটনা স্থলে রওনা দিয়েছেন। গত শুক্রবার যশবন্তপুর হাওড়া হামসফর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফেরার সময় করমণ্ডল এক্সপ্রেস ও মাল গাড়ির সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ হয়।

তারপর থেকেই নিখোঁজ লাভলু। তার দুই সহযাত্রীর মধ্যে মহিম ডোম কটকের হাসপাতালে চিকিৎসাধীন।  তার বাম পা কেটে বাদ দিতে হয়েছে। এছাড়া তার ডান পায়ের অবস্থাও খুবই খারাপ। অপর সঙ্গী অনিল ইতিমধ্যেই বাড়ি ফিরে এসেছে। যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি লাভলুর।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

জখম অবস্থায় ওড়িশার কোনও হাসপাতালে চিকিৎসাধীন না তার মৃতদেহ পরিচয়হীন হয়ে হাসপাতালের মর্গে আছে সে নিয়ে আশঙ্কায় সকলে। তার মধ্যেও পরিবারের লোকজন আশাবাদী হয়তো সুস্থ অবস্থাতেই ফিরে আসবে তাদের পরিবারের ছেলে। দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত ওই যুবক। বাড়িতে স্ত্রী যমুনার সঙ্গে দুই নাবালক সন্তান থাকে।

আরও পড়ুন: বীরভূমের হজ যাত্রীদের বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সিউড়িতে

পরিবারের একমাত্র রোজগার করা মানুষের খোঁজ না পেয়ে প্রবল উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তারা। ভাই সহ কয়েকজন আত্মীয় লাভলুর খোঁজে ইতি মধ্যেই এদিন রওনা দিয়েছে। স্ত্রী যমুনা মাল জানান, ” কি করবো এখন কূল কিনারা খুজে পাচ্ছি না তাই বাধ্য হয়ে পরিবারের লোকজন স্বামীর খোঁজ করতে ওড়িশা গিয়েছে,  আশা করছি স্বামীকে সুস্থ অবস্থায় তারা ফিরিয়ে আনতে পারবে”।

আরও পড়ুন: বীরভূমের আরও একটি ত্রিশঙ্কু গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস