০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একুশের সভা মঞ্চে অসুস্থ চার এমপি, অত্যধিক গরমেই ঘটে বিপত্তি

মারুফা খাতুন: আজ ২১ শে জুলাই। তৃণমূলের শহিদ স্মরণ সভাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসব মুখর পরিবেশ। তীব্র গরমকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল ধর্মতলা চত্বরে। এই আবহেই তীব্র রোদে  আর গরমের জেরে সভার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় সহ বিধায়ক মদন মিত্র অসুস্থ হয়ে পড়েন এদিন।

পরিস্থিতি চাউর করতে পেরেই তড়িঘড়ি সভামঞ্চ থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁদের। ভর্তি করা হয় নিকটবর্তী এসএসকেএম হাসপাতালে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

প্রতি বছরই মঞ্চের কাছাকাছি একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। আজকে সাংসদদের একেবারে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। কারণবশত জানা যায়, যে অত্যধিক রোদ আর গরমের জেরেই এই অসুস্থতা।

গরমের সময় যেমনটা হয়ে থাকে। সূত্রের খবর মদন মিত্র এখনও হাসপাতালে রয়েছেন এবং বাকিরা ফিরে গিয়েছেন। অন্যান্যবার আজকের দিনে বৃষ্টি হয়ে থাকে, কার্যত বৃষ্টিতে ভিজতে ভিজতেই সভা করা হয়। কিন্ত আজকে সূর্য ছিল একেবারে মাথার উপরে। তাই এই বিপত্তি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একুশের সভা মঞ্চে অসুস্থ চার এমপি, অত্যধিক গরমেই ঘটে বিপত্তি

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

মারুফা খাতুন: আজ ২১ শে জুলাই। তৃণমূলের শহিদ স্মরণ সভাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসব মুখর পরিবেশ। তীব্র গরমকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল ধর্মতলা চত্বরে। এই আবহেই তীব্র রোদে  আর গরমের জেরে সভার মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দলের চার জনপ্রতিনিধি। অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় সহ বিধায়ক মদন মিত্র অসুস্থ হয়ে পড়েন এদিন।

পরিস্থিতি চাউর করতে পেরেই তড়িঘড়ি সভামঞ্চ থেকে বের করে নিয়ে যাওয়া হয় তাঁদের। ভর্তি করা হয় নিকটবর্তী এসএসকেএম হাসপাতালে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

প্রতি বছরই মঞ্চের কাছাকাছি একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। আজকে সাংসদদের একেবারে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। কারণবশত জানা যায়, যে অত্যধিক রোদ আর গরমের জেরেই এই অসুস্থতা।

গরমের সময় যেমনটা হয়ে থাকে। সূত্রের খবর মদন মিত্র এখনও হাসপাতালে রয়েছেন এবং বাকিরা ফিরে গিয়েছেন। অন্যান্যবার আজকের দিনে বৃষ্টি হয়ে থাকে, কার্যত বৃষ্টিতে ভিজতে ভিজতেই সভা করা হয়। কিন্ত আজকে সূর্য ছিল একেবারে মাথার উপরে। তাই এই বিপত্তি।