০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

২৫ অক্টোবর থেকে পলিউশন সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল

পুবের কলম ওয়েবডেস্ক: দূষণে বিপর্যস্ত দিল্লি। শীতের সময়ে দূষণের মাত্রা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে আগেই জোড়-বিজোড় ফর্মুলা এনেছিল দিল্লি সরকার। এবার আরও কড়া সিদ্ধান্ত নিল আপ সরকার। রাজধানীতে পুরোন গাড়ির কথা মাথায় রেখে এবার তাদের জন্য দূষণের সার্টিফিকেট বা পলিউশন সার্টিফিটেক বাধ্যতামূলক করছে আম আদমি সরকার। শুধু তাই নয়, পলিউশন সার্টিফিকেট না থাকলে পেট্রোল পাম্পে মিলবে না পেট্রোল-ডিজেল। ২৫ অক্টোবর থেকে চালু হচ্ছে এই নিয়ম।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, পেট্রোল-ডিজেল কিনতে গেলে পলিউশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর থেকে ওই ব্যবস্থা চালু করে দেওয়া হবে। দিল্লিতে দূষণ কম করার জন্যই এই সিদ্ধান্ত। এর জন্য পরিবেশ দফতরকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।

গোপাল রাই আরও জানিয়েছেন, শীতকালে রাজধানীর দূষণের কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক হচ্ছে দিল্লি সরকার। মানুষকে সতর্ক করতে ৬ অক্টোবর থেকে চালু হচ্ছে অ্যান্টি ডাস্ট ক্যাম্পেইন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে অংশ নিয়েছেন ২ লাখ মানুষ। কেন্দ্র সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও বলেছে দিল্লির বাতাস আগের থেকে খানিকটা দূষণ কমেছে।

এদিকে, দিল্লি সরকারের এই পরিকল্পনায় আশঙ্কা প্রকাশ করেছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। তাদের দাবি, দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট বাধ্যতামূলক করলে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৫ অক্টোবর থেকে পলিউশন সার্টিফিকেট না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেল

আপডেট : ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: দূষণে বিপর্যস্ত দিল্লি। শীতের সময়ে দূষণের মাত্রা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে আগেই জোড়-বিজোড় ফর্মুলা এনেছিল দিল্লি সরকার। এবার আরও কড়া সিদ্ধান্ত নিল আপ সরকার। রাজধানীতে পুরোন গাড়ির কথা মাথায় রেখে এবার তাদের জন্য দূষণের সার্টিফিকেট বা পলিউশন সার্টিফিটেক বাধ্যতামূলক করছে আম আদমি সরকার। শুধু তাই নয়, পলিউশন সার্টিফিকেট না থাকলে পেট্রোল পাম্পে মিলবে না পেট্রোল-ডিজেল। ২৫ অক্টোবর থেকে চালু হচ্ছে এই নিয়ম।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, পেট্রোল-ডিজেল কিনতে গেলে পলিউশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর থেকে ওই ব্যবস্থা চালু করে দেওয়া হবে। দিল্লিতে দূষণ কম করার জন্যই এই সিদ্ধান্ত। এর জন্য পরিবেশ দফতরকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।

গোপাল রাই আরও জানিয়েছেন, শীতকালে রাজধানীর দূষণের কথা মাথায় রেখে আগে থেকেই সতর্ক হচ্ছে দিল্লি সরকার। মানুষকে সতর্ক করতে ৬ অক্টোবর থেকে চালু হচ্ছে অ্যান্টি ডাস্ট ক্যাম্পেইন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে অংশ নিয়েছেন ২ লাখ মানুষ। কেন্দ্র সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও বলেছে দিল্লির বাতাস আগের থেকে খানিকটা দূষণ কমেছে।

এদিকে, দিল্লি সরকারের এই পরিকল্পনায় আশঙ্কা প্রকাশ করেছে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন। তাদের দাবি, দূষণ নিয়ন্ত্রণ সার্টিফিকেট বাধ্যতামূলক করলে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।