২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় একদিনেই ৭১ ফিলিস্তিনির মৃত্যু: ইসরায়েলি হামলা ও অনাহারে ভয়াবহ মানবিক সংকট

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। একদিকে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও ড্রোন হামলা, অন্যদিকে খাদ্য ও চিকিৎসা সহায়তার পথ বন্ধ থাকায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। গত ২৪ ঘণ্টায় (শনিবার, ২৬ জুলাই) গাজায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন অপুষ্টি ও অনাহারে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণ সহায়তা পাওয়ার আশায় জড়ো হওয়া সাধারণ মানুষ, যারা ইসরায়েলি হামলার শিকার হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে ও অপুষ্টিজনিত কারণে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে, যার মধ্যে ৮৫ জনই শিশু।

আরও পড়ুন: গাজায় ত্রাণ বর্ষণ শুরু ইসরাইলের, তীব্র আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক সামরিক বিরতি

আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত উদ্বেগ ও মানবিক সহায়তার আহ্বান সত্ত্বেও ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন বন্ধ না করে বরং খাদ্য সরবরাহের পথেও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: হামাসকে খুঁজে বার করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

গাজার স্থানীয় চিকিৎসা সূত্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, যদি দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো না যায়, তাহলে এই সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে এবং প্রাণহানি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা ফ্রান্সের!

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি যুদ্ধ পরিস্থিতি নয়, বরং একটি পরিকল্পিত মানবিক বিপর্যয়, যেখানে লাখো মানুষ অনাহারে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় একদিনেই ৭১ ফিলিস্তিনির মৃত্যু: ইসরায়েলি হামলা ও অনাহারে ভয়াবহ মানবিক সংকট

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। একদিকে ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও ড্রোন হামলা, অন্যদিকে খাদ্য ও চিকিৎসা সহায়তার পথ বন্ধ থাকায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। গত ২৪ ঘণ্টায় (শনিবার, ২৬ জুলাই) গাজায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন অপুষ্টি ও অনাহারে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণ সহায়তা পাওয়ার আশায় জড়ো হওয়া সাধারণ মানুষ, যারা ইসরায়েলি হামলার শিকার হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে ও অপুষ্টিজনিত কারণে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে, যার মধ্যে ৮৫ জনই শিশু।

আরও পড়ুন: গাজায় ত্রাণ বর্ষণ শুরু ইসরাইলের, তীব্র আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক সামরিক বিরতি

আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত উদ্বেগ ও মানবিক সহায়তার আহ্বান সত্ত্বেও ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন বন্ধ না করে বরং খাদ্য সরবরাহের পথেও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: হামাসকে খুঁজে বার করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

গাজার স্থানীয় চিকিৎসা সূত্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, যদি দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো না যায়, তাহলে এই সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে এবং প্রাণহানি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা ফ্রান্সের!

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি যুদ্ধ পরিস্থিতি নয়, বরং একটি পরিকল্পিত মানবিক বিপর্যয়, যেখানে লাখো মানুষ অনাহারে ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।