পুবের কলম, ওয়েবডেস্ক: দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন গিগ শ্রমিকরা। কাজের জায়গায় বৈষম্য দূর, নতুন শ্রমবিধি-সহ একাধিক দাবিতে বুধবার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। এই বিক্ষোভের মূলে রয়েছে শ্রমিক ইউনিয়নগুলি। কাজের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মজুরি হ্রাস এবং ক্রমবর্ধমান নিরাপত্তার ঝুঁকি। শ্রমমন্ত্রীর কাছে জমা দেওয়া একটি বিস্তারিত দাবি সনদে, “১০-২০ মিনিটের পরিষেবা প্রদান” অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে GIPSWU৷ তাদের যুক্তি এই, যে ধরনের সময়সীমা শ্রমিকদের নিরাপত্তার সঙ্গে আপস করে, বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে শহরের রাস্তায়।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে লেখা এক চিঠিতে, গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম সার্ভিসেস ওয়ার্কার্স ইউনিয়ন (GIPSWU) দাবি করেছেন যে ভারতীয় আইন এবং সংবিধানের অধীনে নিশ্চিত মৌলিক শ্রম সুরক্ষা থেকে গিগ কর্মীরা এখনও বঞ্চিত। এই সমস্যাগুলি সমাধানে ব্যর্থতা ভারতের প্রবৃদ্ধির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।



























