গাজায় ইসরায়েলি বাহিনীর সাংবাদিক হত্যার বিরুদ্ধে আজ বিশ্বব্যাপী প্রতিবাদ

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 210
পুবের কলম ওয়েবডেস্ক : গাজায় ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিশ্ব। বিভিন্ন সংবাদপত্র ও ওয়েব পোর্টাল নিজেদের সজ্জা বদলে প্রতিবাদ জানাচ্ছে, পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনেও উঠে আসছে প্রতিবাদের ভাষা। প্রায় ৭০টি দেশের সংবাদমাধ্যম এই আন্দোলনে অংশ নিচ্ছে বলে জানিয়েছে সাংবাদিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস।
গত ২৫ আগস্ট ইসরায়েলি সেনাদের হামলায় গাজায় ছয় সাংবাদিক নিহত হন। এর আগে নির্দিষ্ট সাংবাদিক শিবিরে হামলায় আল জাজিরার ছয় কর্মী প্রাণ হারান। এখন পর্যন্ত প্রায় আড়াইশো সাংবাদিকের মৃত্যু নথিভুক্ত হয়েছে, যাঁদের মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও রয়েছেন।
প্রতিবাদকারীরা বলছেন, গাজার গণহত্যার সত্য লুকোতেই সাংবাদিকদের টার্গেট করছে ইসরায়েল-আমেরিকা জোট। ১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত সাম্রাজ্যবাদ বিরোধী দিবসের অংশ হিসেবেই এই প্রতিবাদকে দেখা হচ্ছে।