০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, বাড়তি মেট্রো ও ট্রেন পরিষেবা  

ইমামা খাতুন
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার বাড়তি পরিষেবার উদ্যোগ নিল কলকাতা মেট্রো। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত  এই বাড়তি পরিষেবা পাবে পড়ুয়া ও অভিভাবকরা।

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে,  বৃহস্পতিবার থেকে ৮ টি করে বাড়তি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্রতিদিন পাঁচ ছয় মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। সকাল ৯টা থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত এই রুটে বাড়তি মেট্রোগুলি চালাবে কলকাতা মেট্রো। এমনকি উচ্চমাধ্যমিকের জন্য ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাড়তি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। একইভাবে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে এই বাড়তি মেট্রোগুলি পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে। বাড়তি মেট্রোর সুবিধা নিতে পারবেন একাদশ শ্রেণির পরীক্ষার্থীরাও। সপ্তাহের বাকি দিনগুলির মতো শনিবারও বাড়তি  মেট্রো চলবে ব্লু লাইনে। আটটি মেট্রোর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মিলবে ৪টি মেট্রো। যার মধ্যে সকাল ৯টা একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত। পরবর্তী মেট্রো ছাড়বে সকাল ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। সকাল ১০টা থেকে এবং ১০টা ৫৫ মিনিটে আরও দু’টি মেট্রো পাওয়া যাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। বাকি ৪টি মেট্রো পাওয়া যাবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩টে বেজে ৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে একটি মেট্রো। পরের মেট্রো ছাড়বে ৪টে ১৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। আরও দু’টি মেট্রো চলবে দুপুর ৩টে ১০ মিনিটে এবং ৪টে ১২ মিনিটে কবি সুভাষ থেকে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় মতো তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে বিশেষ পরিকল্পনা করেছে রেলও।

মাধ্যমিক পরীক্ষা রয়েছে ২৩, ২৪, ২৫, ২৮ ফেব্রুয়ারি। অন্যদিকে মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষার দিন রয়েছে ১,২,৩, এবং ৪ তারিখ। রেলের তরফে জানানো হয়েছে, এই দিনগুলিতে সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ও দুপুর ৩টে থেকে বিকেল ৪টে ৩০-এর মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন অতিরিক্ত স্টপেজ দেবে। মূলত শিয়ালদা ডিভিশনের জন্য এই ঘোষণা করেছে পূর্ব রেল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, বাড়তি মেট্রো ও ট্রেন পরিষেবা  

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার বাড়তি পরিষেবার উদ্যোগ নিল কলকাতা মেট্রো। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত  এই বাড়তি পরিষেবা পাবে পড়ুয়া ও অভিভাবকরা।

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে,  বৃহস্পতিবার থেকে ৮ টি করে বাড়তি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্রতিদিন পাঁচ ছয় মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। সকাল ৯টা থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত এই রুটে বাড়তি মেট্রোগুলি চালাবে কলকাতা মেট্রো। এমনকি উচ্চমাধ্যমিকের জন্য ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাড়তি মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। একইভাবে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে এই বাড়তি মেট্রোগুলি পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে। বাড়তি মেট্রোর সুবিধা নিতে পারবেন একাদশ শ্রেণির পরীক্ষার্থীরাও। সপ্তাহের বাকি দিনগুলির মতো শনিবারও বাড়তি  মেট্রো চলবে ব্লু লাইনে। আটটি মেট্রোর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মিলবে ৪টি মেট্রো। যার মধ্যে সকাল ৯টা একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত। পরবর্তী মেট্রো ছাড়বে সকাল ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। সকাল ১০টা থেকে এবং ১০টা ৫৫ মিনিটে আরও দু’টি মেট্রো পাওয়া যাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। বাকি ৪টি মেট্রো পাওয়া যাবে দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ৩টে বেজে ৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে একটি মেট্রো। পরের মেট্রো ছাড়বে ৪টে ১৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত। আরও দু’টি মেট্রো চলবে দুপুর ৩টে ১০ মিনিটে এবং ৪টে ১২ মিনিটে কবি সুভাষ থেকে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় মতো তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে বিশেষ পরিকল্পনা করেছে রেলও।

মাধ্যমিক পরীক্ষা রয়েছে ২৩, ২৪, ২৫, ২৮ ফেব্রুয়ারি। অন্যদিকে মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষার দিন রয়েছে ১,২,৩, এবং ৪ তারিখ। রেলের তরফে জানানো হয়েছে, এই দিনগুলিতে সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ও দুপুর ৩টে থেকে বিকেল ৪টে ৩০-এর মধ্যে বেশ কিছু লোকাল ট্রেন অতিরিক্ত স্টপেজ দেবে। মূলত শিয়ালদা ডিভিশনের জন্য এই ঘোষণা করেছে পূর্ব রেল।