০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গুগল বা ইন্টারনেট বইয়ের বিকল্প হতে পারে না: ইমরান

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 154

পুবের কলম প্রতিবেদক:  এস এম সিরাজুল ইসলামের সম্পাদনায় ‘বুলবুল’ পত্রিকা প্রায় ৫৫ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সেই ধারা অব্যাহত রেখেই রবিবার কলকাতা বইমেলার প্রেস কর্নারে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল ‘বুলবুল’-এর বইমেলা সংখ্যা। একইসঙ্গে এ দিন বুলবুল প্রকাশনার বেশ কয়েকটি নতুন কবিতা, গল্প ও উপন্যাস প্রকাশিত হয়।

 

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা

এ দিনের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবের কলম-এর সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, ডা. প্রকাশ মল্লিক, সাহিত্যিক সিধ্যার্থ সিংহ, পাহাড়ী খান, অধ্যাপক সামিম ফিরদৌস, ড. তিন্নি রায়, সাংবাদিক গোলাম গউস প্রমুখ।

আরও পড়ুন: জিমে ঢুকে শ্যুটআউটের ঘটনায় ধন্দে পুলিশ

 

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

এ দিন আহমদ হাসান ইমরান বলেন, সময় পালটায় এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষও পালটায়। আজকাল আমাদের পাঠকও পালটেছে। আমাদের হাতে যে মোবাইল রয়েছে, তাতেই বেশিরভাগ পাঠক খরবের কাগজ পড়েন বা অন্যান্য জিনিস পড়া পছন্দ  করেন। কোনও জিনিস জানতে হলে আগে আমরা বই পড়তাম, তাতে না পেলে ন্যাশনাল লাইব্রেরিও যেতাম। এখন ইন্টারনেটে অনেক তথ্য চলে আসে। তাই বই পড়ার নেশা অনেক মানুষের কেটে যাচ্ছে। কিন্তু আমি বলব- গুগল অনেক ভুল তথ্যও দেয় এবং পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরে না। তাই আমি বলব- আজকের যুগেও বইয়ের কোনও বিকল্প নেই। আমাদের বই পড়তে হবে এবং বাঙালি যারা কবি বা সহিত্যিক আছেন তাঁদেরও লেখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে।

 

ইমরান আরও বলেন, আগে আমি যখন রাজধানী ট্রেনে কোথাও যেতাম, তখন দেখতাম কোনো মা তার বাচ্চাকে বইপড়া শেখাচ্ছেন। এখন আর সেই মা আর নেই। আজকাল হয়ত এগুলো কমে যাচ্ছে। আজকাল সকাল হলেই মায়েরা বাচ্চাকে রেডি করেন, তাকে নিয়ে কোনও ইংরেজি মিডিয়াম স্কুলে যেতে হবে।স্কুল থেকে ফিরে এসে বাচ্চারা খাওয়া-দাওয়া করল কিনা তা দেখা হয় না, শুরু হয় হোমওয়ার্ক। এই ধরনের একটা জীবন দেখা যাচ্ছে। এর মধ্য থেকেই আমাদের বিকল্প ভাবতে হবে।

 

অন্যদিকে বুলবুল-এর সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, এবারের বইমেলায় তাঁর পত্রিকার বইমেলা সংখ্যার পাশাপাশি নতুন বেশ কিছু বই প্রকাশিত হল। সাধারণ পাঠক ও লেখকদের সহযোগিতা তাঁর দীর্ঘ ৫৫ বছরের পথচলাকে মশৃন করেছে বলেও উল্লেখ করেন সিরাজুল ইসলাম। ডা. প্রকাশ মল্লিকও সাহিত্য সাধনা ও মানুষের জীবনের সম্পর্কের উপর আলোকপাত করেন। তিনি আরও বলেন, পা থাকলেই মানুষ হাঁটতে পারেন কিন্তু হাত থাকলেই সবাই কবি বা সাহিত্যিক হতে পারে না।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুগল বা ইন্টারনেট বইয়ের বিকল্প হতে পারে না: ইমরান

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  এস এম সিরাজুল ইসলামের সম্পাদনায় ‘বুলবুল’ পত্রিকা প্রায় ৫৫ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সেই ধারা অব্যাহত রেখেই রবিবার কলকাতা বইমেলার প্রেস কর্নারে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল ‘বুলবুল’-এর বইমেলা সংখ্যা। একইসঙ্গে এ দিন বুলবুল প্রকাশনার বেশ কয়েকটি নতুন কবিতা, গল্প ও উপন্যাস প্রকাশিত হয়।

 

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা

এ দিনের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবের কলম-এর সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান, ডা. প্রকাশ মল্লিক, সাহিত্যিক সিধ্যার্থ সিংহ, পাহাড়ী খান, অধ্যাপক সামিম ফিরদৌস, ড. তিন্নি রায়, সাংবাদিক গোলাম গউস প্রমুখ।

আরও পড়ুন: জিমে ঢুকে শ্যুটআউটের ঘটনায় ধন্দে পুলিশ

 

আরও পড়ুন: হাইকোর্টের বড় নির্দেশ: চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের আর মিলবে না ভাতা

এ দিন আহমদ হাসান ইমরান বলেন, সময় পালটায় এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষও পালটায়। আজকাল আমাদের পাঠকও পালটেছে। আমাদের হাতে যে মোবাইল রয়েছে, তাতেই বেশিরভাগ পাঠক খরবের কাগজ পড়েন বা অন্যান্য জিনিস পড়া পছন্দ  করেন। কোনও জিনিস জানতে হলে আগে আমরা বই পড়তাম, তাতে না পেলে ন্যাশনাল লাইব্রেরিও যেতাম। এখন ইন্টারনেটে অনেক তথ্য চলে আসে। তাই বই পড়ার নেশা অনেক মানুষের কেটে যাচ্ছে। কিন্তু আমি বলব- গুগল অনেক ভুল তথ্যও দেয় এবং পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরে না। তাই আমি বলব- আজকের যুগেও বইয়ের কোনও বিকল্প নেই। আমাদের বই পড়তে হবে এবং বাঙালি যারা কবি বা সহিত্যিক আছেন তাঁদেরও লেখার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে।

 

ইমরান আরও বলেন, আগে আমি যখন রাজধানী ট্রেনে কোথাও যেতাম, তখন দেখতাম কোনো মা তার বাচ্চাকে বইপড়া শেখাচ্ছেন। এখন আর সেই মা আর নেই। আজকাল হয়ত এগুলো কমে যাচ্ছে। আজকাল সকাল হলেই মায়েরা বাচ্চাকে রেডি করেন, তাকে নিয়ে কোনও ইংরেজি মিডিয়াম স্কুলে যেতে হবে।স্কুল থেকে ফিরে এসে বাচ্চারা খাওয়া-দাওয়া করল কিনা তা দেখা হয় না, শুরু হয় হোমওয়ার্ক। এই ধরনের একটা জীবন দেখা যাচ্ছে। এর মধ্য থেকেই আমাদের বিকল্প ভাবতে হবে।

 

অন্যদিকে বুলবুল-এর সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, এবারের বইমেলায় তাঁর পত্রিকার বইমেলা সংখ্যার পাশাপাশি নতুন বেশ কিছু বই প্রকাশিত হল। সাধারণ পাঠক ও লেখকদের সহযোগিতা তাঁর দীর্ঘ ৫৫ বছরের পথচলাকে মশৃন করেছে বলেও উল্লেখ করেন সিরাজুল ইসলাম। ডা. প্রকাশ মল্লিকও সাহিত্য সাধনা ও মানুষের জীবনের সম্পর্কের উপর আলোকপাত করেন। তিনি আরও বলেন, পা থাকলেই মানুষ হাঁটতে পারেন কিন্তু হাত থাকলেই সবাই কবি বা সাহিত্যিক হতে পারে না।