বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্যপাল, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

- আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
- / 80
পুবের কলম ওয়েবডেস্ক: দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় নেমেছে ধস। ভেঙেছে রাস্তা। নিচু এলাকাগুলিতে ইতিমধ্যে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়ংকর এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। ধস ও প্লাবনে বিপর্যস্ত উত্তরবঙ্গে সোমবার যাচ্ছেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস।এদিন দুপুরে তাঁর সেখানে পৌঁছানোর কথা বলে জানা যাচ্ছে।
দুর্গতদের পাশে দাঁড়াতে রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’, যেখানে ২৪ ঘণ্টা নজরদারি ও ত্রাণ সমন্বয়ের জন্য চালু হয়েছে বিশেষ র্যাপিড অ্যাকশন সেল। সেখান থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে খোলা হয়েছে বিশেষ র্যাপিড অ্যাকশন সেলও। রাজভবন সূত্রে খবর, এই সেল ২৪ ঘণ্টা কাজ করবে। সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে ০৩৩–২২০০১৬৪১ নম্বরে বা peaceroomrajbhavan@gmail.com-এ।