পুবের কলম, ওয়েবডেস্ক: ৪৫ কেজি ওজনের একটি মূলা ফলি তাক লাগিয়ে দিয়েছে জাপানের এক প্রতিষ্ঠান। আর এটিকে বিশ্বের সবচেয়ে বড় মূলার স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। মান্দা ফার্মেন্টেশন কো. লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানের উৎপাদিত মূলাটির ওজন ৪৫ কেজি ৮৬৫ গ্রাম। এর পরিধি ১১৩ সেন্টিমিটার এবং নিচের অংশ ৮০ সেন্টিমিটার। ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি হিরোশিমার ওনোমিচির হাক্কো পার্কে মাটি থেকে মূলাটি তোলা হয়েছে । এই মূলাকে সর্বোচ্চ ওজনের মূলার স্বীকৃতি দিয়েছে গিনেস রেকর্ডস। জাপানি প্রতিষ্ঠানটি জানায়, বিশেষ সার ব্যবহার করে মূলা চাষ করা হয়েছে। তারা প্রতি বছরই নিজস্ব প্রযুক্তিতে এ সবজির চাষ করে। এর আগে সর্বোচ্চ ওজনের মূলা ছিল ৩১.১ কেজি ওজনের।
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সর্বধিক পাঠিত






























