২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার
  • / 95

আইভি আদক, হাওড়া:  ডেঙ্গুর বাড়বাড়ন্ত ঠেকাতে আজ থেকেই হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। মশার বংশবৃদ্ধি ঠেকাতে এবার তাই কোমর বেঁধে নামল পুর কর্তৃপক্ষ। বুধবার সকালে পুরসভার তরফ থেকে গাপ্পি মাছ তুলে দেওয়া হল বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে। এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও নর্দমায় এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন। গাপ্পি মাছের মূল খাদ্য হল মশা ও মশার লার্ভা। তাই হাওড়া পুরসভার এই উদ্যোগ।

বুধবার পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও। প্রসঙ্গত, রাজ্যে যেভাবে ডেঙ্গির প্রকোপ বাড়ছে  পাশাপাশি হাওড়াতেও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাওড়া পুরসভা বেশ কিছু সতর্কতামূলক কাজ শুরু করলেও ডেঙ্গির লার্ভা মারার একটাই উপায় গাপ্পি মাছ ছাড়া। সেই কথা মাথায় রেখেই এদিন প্রথম দিনে ৬০ প্যাকেট গাপ্পি মাছ আনা হয়েছিল হাওড়া পুরসভায়। প্রতি প্যাকেটে ৮৫০ পিস মাছ আছে বলে জানা গেছে।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ

আরও পড়ুন: মসজিদবাটী পঞ্চায়েত এলাকায় চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের হাতে গাপ্পি মাছের প্যাকেট তুলে দেন হাওড়ার বিভিন্ন অঞ্চলে নর্দমায় এবং জমে থাকা জলে ছাড়ার জন্য। এর ফলে ডেঙ্গির লার্ভা অনেকটাই কমে যাবে। দুটি পর্বে প্রায় ১৭ লক্ষ গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আগামী বছরে মিলবে ডেঙ্গি ভ্যাকসিন, দাবি ICMR-এর

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ

আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার

আইভি আদক, হাওড়া:  ডেঙ্গুর বাড়বাড়ন্ত ঠেকাতে আজ থেকেই হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। মশার বংশবৃদ্ধি ঠেকাতে এবার তাই কোমর বেঁধে নামল পুর কর্তৃপক্ষ। বুধবার সকালে পুরসভার তরফ থেকে গাপ্পি মাছ তুলে দেওয়া হল বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে। এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও নর্দমায় এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন। গাপ্পি মাছের মূল খাদ্য হল মশা ও মশার লার্ভা। তাই হাওড়া পুরসভার এই উদ্যোগ।

বুধবার পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও। প্রসঙ্গত, রাজ্যে যেভাবে ডেঙ্গির প্রকোপ বাড়ছে  পাশাপাশি হাওড়াতেও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাওড়া পুরসভা বেশ কিছু সতর্কতামূলক কাজ শুরু করলেও ডেঙ্গির লার্ভা মারার একটাই উপায় গাপ্পি মাছ ছাড়া। সেই কথা মাথায় রেখেই এদিন প্রথম দিনে ৬০ প্যাকেট গাপ্পি মাছ আনা হয়েছিল হাওড়া পুরসভায়। প্রতি প্যাকেটে ৮৫০ পিস মাছ আছে বলে জানা গেছে।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে হাওড়া পুরসভা এলাকায় খোলা ড্রেনে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ

আরও পড়ুন: মসজিদবাটী পঞ্চায়েত এলাকায় চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট

হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের হাতে গাপ্পি মাছের প্যাকেট তুলে দেন হাওড়ার বিভিন্ন অঞ্চলে নর্দমায় এবং জমে থাকা জলে ছাড়ার জন্য। এর ফলে ডেঙ্গির লার্ভা অনেকটাই কমে যাবে। দুটি পর্বে প্রায় ১৭ লক্ষ গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আগামী বছরে মিলবে ডেঙ্গি ভ্যাকসিন, দাবি ICMR-এর