বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হত্যার পর অবৈধভাবে সীমান্তপথে পালাতে তাঁদের সহায়তা করেন ভারতের দুই নাগরিক পূর্তি ও সামী। মেঘালয় পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করেছে। খবর প্রথম আলোর।
ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। এখন পর্যন্ত এই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে।’





























