১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির সুনেহরিবাগ মসজিদ ধ্বংস পরিকল্পনার বিরোধীতায় মোদি–শাহকে চিঠি জমিয়ত উলামা–ই–হিন্দের

সামিমা এহসানা
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার
  • / 71

পুবের কলম ওয়েব ডেস্ক: নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) জানিয়েছিল, ট্রাফিকের সমস্যার কথা মাথায় রেখে দিল্লির সুনেহরিবাগ এলাকার ১৫০ বছরের পুরনো মসজিদের উপর বুলডোজার চালাতে চায় তারা। এই নিয়ে স্থানীয়দের কোনও মতামত বা পরামর্শ থাকলে তারা যেন পয়লা জানুয়ারির মধ্যে সেকথা এনডিএমসিকে জানায়। উল্লেখ্য, এই সব রাস্তার কাজ নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার। জুম্মার দিন এই মসজিদে ৫০০ মুসল্লি নামাজ পড়েন। অন্যদিনও তাই। হেরিটেজ ৩ গ্রেডের অন্তর্ভুক্ত এই মসজিদকে তাও ভেঙে দিতে চায় সরকার।

এই ঘটনার তীব্র বিরোধীতা করে বুধবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখল জমিয়ত উলামা–ই–হিন্দ।

মোদি–শাহকে মাওলানা মাহমুদ আসাদ মাদানি লিখেছেন, এই ধরণের পদক্ষেপ আমাদের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি করবে।

চিঠিতে লেখা হয়েছে, দিল্লি সরকারের অক্টোবর ২০০৯ এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই মসজিদটি গ্রেড ৩ হেরিটেজ ভবন। এটি প্রায় ২০০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কাছাকাছি অফিসে কর্মরত বহু মুসল্লি এখানে নামাজ পড়ে। আমাদের দৃঢ় বিশ্বাস,  এই ধরণের পদক্ষেপ আমাদের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। এই মসজিদ ঐতিহাসিক গুরুত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু স্থাপত্য নয়, আধ্যাত্মিক ও ঐতিহাসিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করে এই মসজিদ।

চিঠিতে লেখা হয়েছে, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে এই বিষয়টি বিবেচনা করুন। এই মসজিদের সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

এর আগেও দেশের বিভিন্ন প্রান্ত সহ দিল্লির বিভিন্ন মসজিদকে টার্গেট করা হয়েছে। কখনও মসজিদের নীচে মন্দির খুঁজে পাওয়ার কথা বলে কখনও বা বেআইনি বলে দাগিয়ে দিয়ে। এখন আবার ট্রাফিকের দোহাই দিয়ে ২০০ বছরের মসজিদ ধ্বংস করতে চায় কেন্দ্র।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির সুনেহরিবাগ মসজিদ ধ্বংস পরিকল্পনার বিরোধীতায় মোদি–শাহকে চিঠি জমিয়ত উলামা–ই–হিন্দের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) জানিয়েছিল, ট্রাফিকের সমস্যার কথা মাথায় রেখে দিল্লির সুনেহরিবাগ এলাকার ১৫০ বছরের পুরনো মসজিদের উপর বুলডোজার চালাতে চায় তারা। এই নিয়ে স্থানীয়দের কোনও মতামত বা পরামর্শ থাকলে তারা যেন পয়লা জানুয়ারির মধ্যে সেকথা এনডিএমসিকে জানায়। উল্লেখ্য, এই সব রাস্তার কাজ নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার। জুম্মার দিন এই মসজিদে ৫০০ মুসল্লি নামাজ পড়েন। অন্যদিনও তাই। হেরিটেজ ৩ গ্রেডের অন্তর্ভুক্ত এই মসজিদকে তাও ভেঙে দিতে চায় সরকার।

এই ঘটনার তীব্র বিরোধীতা করে বুধবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখল জমিয়ত উলামা–ই–হিন্দ।

মোদি–শাহকে মাওলানা মাহমুদ আসাদ মাদানি লিখেছেন, এই ধরণের পদক্ষেপ আমাদের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষতি করবে।

চিঠিতে লেখা হয়েছে, দিল্লি সরকারের অক্টোবর ২০০৯ এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই মসজিদটি গ্রেড ৩ হেরিটেজ ভবন। এটি প্রায় ২০০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কাছাকাছি অফিসে কর্মরত বহু মুসল্লি এখানে নামাজ পড়ে। আমাদের দৃঢ় বিশ্বাস,  এই ধরণের পদক্ষেপ আমাদের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। এই মসজিদ ঐতিহাসিক গুরুত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু স্থাপত্য নয়, আধ্যাত্মিক ও ঐতিহাসিক মূল্যবোধের প্রতিনিধিত্ব করে এই মসজিদ।

চিঠিতে লেখা হয়েছে, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে এই বিষয়টি বিবেচনা করুন। এই মসজিদের সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

এর আগেও দেশের বিভিন্ন প্রান্ত সহ দিল্লির বিভিন্ন মসজিদকে টার্গেট করা হয়েছে। কখনও মসজিদের নীচে মন্দির খুঁজে পাওয়ার কথা বলে কখনও বা বেআইনি বলে দাগিয়ে দিয়ে। এখন আবার ট্রাফিকের দোহাই দিয়ে ২০০ বছরের মসজিদ ধ্বংস করতে চায় কেন্দ্র।