উমর খালিদের জামিনের আবেদনের শুনানি

- আপডেট : ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক:উমর খালিদের মামলায় দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘটা দিল্লি দাঙ্গার পিছনে উমর খালিদকে অভিযুক্ত করে ইউএপিএ কেস দিয়ে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে ২ বছরের বেশি সময় ধরে। সেই মামলায় জামিনের আবেদন করেছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশের কাছে এ ব্যাপারে তাদের হলফনামা চেয়ে পাঠিয়েছে। বিচারপতি এএস বোপান্না ও হিমা কোহলির বেঞ্চ নোটিশ দিয়ে ৬ সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে পুলিশের কাছে। এদিন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল খালিদের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়ালের সময় বলেন, ঘটনার সময় উমর খালিদ সেখানে ছিলেন না। এর আগে তিনি দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন। সেখানে তার আবেদন খারিজ করে দেওয়া হয়। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, উমর খালিদ, শারজিল ইমামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এখন ঝুলছে ইউএপিএ মামলার খাঁড়া। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০২০-এর দিল্লি দাঙ্গায় উসকানি দিয়েছেন। সেই দাঙ্গায় ৫৩ জন নিহত ও ৭০০-এর বেশি আহত হন। নিহত-আহতদের বেশিরভাগই ছিল মুসলিম সম্প্রদায়ের। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সময় এই হিংসার ঘটনা ঘটেছিল।