১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

পুবের কলম প্রতিবেদক: নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে। হালকা ঝড়ো বাতাস কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে ৬ আগস্ট রবিবার।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরখপুর পাটনা শ্রীনিকেতন ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ: মৃত বেড়ে ২০, সবচেয়ে বিধ্বস্ত মিরিক

আবহাওয়াবিদরা জানিয়েছেন,  উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ রূপে সোমবার বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করে এবং বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছিল। এটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে শক্তি কিছুটা দুর্বল হয়েছে। তবে পশ্চিমের কিছু জেলায় ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।মৌসম ভবনের পূবাভাস অনুযায়ী,  উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

পশ্চিমের জেলা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।

 
ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ, পরামর্শদাতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর এক অক্লান্ত কর্মী ড: মুহাম্মদ মনজুর আলম ইন্তেকাল করেছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক: নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে। হালকা ঝড়ো বাতাস কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে ৬ আগস্ট রবিবার।

মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরখপুর পাটনা শ্রীনিকেতন ক্যানিং ও সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ: মৃত বেড়ে ২০, সবচেয়ে বিধ্বস্ত মিরিক

আবহাওয়াবিদরা জানিয়েছেন,  উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ রূপে সোমবার বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করে এবং বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বরাবর অবস্থান করছিল। এটি ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে শক্তি কিছুটা দুর্বল হয়েছে। তবে পশ্চিমের কিছু জেলায় ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।মৌসম ভবনের পূবাভাস অনুযায়ী,  উপকূলের জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

পশ্চিমের জেলা বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।