০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোমিনপুর নিয়ে সিট গঠনের নির্দেশ, হাইকোর্টের একবালপুর থানা এলাকায় আরও চারদিন ১৪৪ ধারা

ইমামা খাতুন
  • আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
  • / 120

পুবের কলম প্রতিবেদক: ক’দিন আগে কলকাতার মোমিনপুর, একবালপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির ঘটনা ঘটে। বর্তমানে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তার প্রেক্ষিতে সেই ঘটনা নিয়ে তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে সিট গঠন করতে হবে বলে জানিয়েছে আদালত।

অশান্তির ঘটনায় অপরাধীদের চিহ্নিত করা, অশান্তির নেপথ্যে তাদের উদ্দেশ্য জানা এবং এলাকার শান্তি বজায় রাখতে পদক্ষেপ করবে সিট। বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত।

আরও পড়ুন: ওএমআর শিট প্রকাশ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও

এ দিন মোমিনপুর নিয়ে মামলায় আরও বেশ কয়েকটি পর্যবেক্ষণের কথা জানিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত বলেছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব অনেকটা বাড়ানো হয়েছে। ভিডিয়ো ফুটেজ সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হবে। বর্তমানে যেমন পুলিশ পিকেট বহাল রয়েছে, তেমনি থাকবে। এ ছাড়া এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য। অশান্তির জেরে কেউ যদি ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করতে হবে রাজ্য সরকারকে। ১৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে সিট।

আরও পড়ুন: নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা পরিবহন সচিবের বিরুদ্ধে

এ নিয়ে বিকালেই সাংবাদিক সম্মেলন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি জানান, পুলিশ ঘটনার পর কড়া পদক্ষেপ করছে।

এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি রয়েছে ১৪৪ ধারা। তার মেয়াদ বুধবারেরই শেষ হওয়ার কথা ছিল তা ৪ দিনের জন্য বাড়ানো হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তাদের দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তা। সোশ্যাল মিডিয়াতে যাঁরা হিংসার ফেক ভিডিয়ো ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। এ নিয়ে পুলিশের শীর্ষকর্তা জানান, ৫টি কেস চালু করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোমিনপুর নিয়ে সিট গঠনের নির্দেশ, হাইকোর্টের একবালপুর থানা এলাকায় আরও চারদিন ১৪৪ ধারা

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: ক’দিন আগে কলকাতার মোমিনপুর, একবালপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তির ঘটনা ঘটে। বর্তমানে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তার প্রেক্ষিতে সেই ঘটনা নিয়ে তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে সিট গঠন করতে হবে বলে জানিয়েছে আদালত।

অশান্তির ঘটনায় অপরাধীদের চিহ্নিত করা, অশান্তির নেপথ্যে তাদের উদ্দেশ্য জানা এবং এলাকার শান্তি বজায় রাখতে পদক্ষেপ করবে সিট। বুধবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত।

আরও পড়ুন: ওএমআর শিট প্রকাশ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও

এ দিন মোমিনপুর নিয়ে মামলায় আরও বেশ কয়েকটি পর্যবেক্ষণের কথা জানিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালত বলেছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব অনেকটা বাড়ানো হয়েছে। ভিডিয়ো ফুটেজ সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হবে। বর্তমানে যেমন পুলিশ পিকেট বহাল রয়েছে, তেমনি থাকবে। এ ছাড়া এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য। অশান্তির জেরে কেউ যদি ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করতে হবে রাজ্য সরকারকে। ১৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবে সিট।

আরও পড়ুন: নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার মামলা পরিবহন সচিবের বিরুদ্ধে

এ নিয়ে বিকালেই সাংবাদিক সম্মেলন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি জানান, পুলিশ ঘটনার পর কড়া পদক্ষেপ করছে।

এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জারি রয়েছে ১৪৪ ধারা। তার মেয়াদ বুধবারেরই শেষ হওয়ার কথা ছিল তা ৪ দিনের জন্য বাড়ানো হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তাদের দিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তা। সোশ্যাল মিডিয়াতে যাঁরা হিংসার ফেক ভিডিয়ো ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি। এ নিয়ে পুলিশের শীর্ষকর্তা জানান, ৫টি কেস চালু করা হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ।