০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তায় আজ থেকে উচ্চ মাধ্যমিক

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 63

পুবের কলম প্রতিবেদকঃ  কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির বার্ষিক  এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা মিলিয়ে প্রায় ১৮ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। সোমবার  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে,  সেন্টারে পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে পৌঁছাতে হবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য রেল কর্তৃপক্ষ এবং রাজ্যের পরিবহন দফতরকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পাশাপাশি আগাম একগুচ্ছ শতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ।

সকাল ১০টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবে ১.১৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড

এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। মোট ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু’জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা থাকবেন।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিযুক্ত থাকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ২০৬টি সেন্টার সংবেদনশীল।  কোনওভাবে যাতে ইলেকট্রনিক গ্যাজেট না প্রবেশ করতে পারে, সেই জন্য সেন্টারগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকটারের মাধ্যমে  বিশেষ চেকিং-এর ব্যবস্থা থাকছে। সংসদের তরফ থেকে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও।  ০৩৩ ২৩৩৭০৭৯২ এই কন্ট্রোল রুম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি, প্রধানমন্ত্রীর ভাষণ মঞ্চ লালকেল্লায় ১ হাজার ক্যামেরা-ড্রোন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কড়া নিরাপত্তায় আজ থেকে উচ্চ মাধ্যমিক

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ  কড়া নিরাপত্তার ঘেরাটোপে আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির বার্ষিক  এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা মিলিয়ে প্রায় ১৮ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন। সোমবার  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে,  সেন্টারে পরীক্ষার্থীদের এক ঘন্টা আগে পৌঁছাতে হবে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধায় পড়তে না হয়, তার জন্য রেল কর্তৃপক্ষ এবং রাজ্যের পরিবহন দফতরকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পাশাপাশি আগাম একগুচ্ছ শতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ।

সকাল ১০টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হবে ১.১৫ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড

এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। মোট ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু’জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা থাকবেন।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিযুক্ত থাকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। ২০৬টি সেন্টার সংবেদনশীল।  কোনওভাবে যাতে ইলেকট্রনিক গ্যাজেট না প্রবেশ করতে পারে, সেই জন্য সেন্টারগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেকটারের মাধ্যমে  বিশেষ চেকিং-এর ব্যবস্থা থাকছে। সংসদের তরফ থেকে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও।  ০৩৩ ২৩৩৭০৭৯২ এই কন্ট্রোল রুম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি, প্রধানমন্ত্রীর ভাষণ মঞ্চ লালকেল্লায় ১ হাজার ক্যামেরা-ড্রোন