মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি
- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 298
পুবের কলম, জাতীয় ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে যাবেন বলে তার আগে বহু বিরোধী দলনেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এই অভিযোগ করেছেন উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই। তিনি অভিযোগ করেছেন, বুধবার গভীর রাতে লখনউতে এক হোটেলে তিনি ঘুমোচ্ছিলেন।
হঠাৎ তাঁকে ঘুম থেকে তুলে জানানো হয় যে, তিনি এখন গৃহবন্দি। কোথাও বের হতে পারবেন না। মোদি আসবেন বলে বারাণসী এবং সংলগ্ন অঞ্চলে প্রায় ২০০ কংগ্রেস ও সমাজবাদী পার্টির নেতা-কর্মীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। কারণ পুলিশের কাছে খবর ছিল, মোদি বারাণসীতে এলে ভোটচুরি নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিয়েছে।
সেটা ভেস্তে দিতেই আগাম বিরোধী নেতাদের ঘরবন্দি করে রাখা হয়েছে। রাই অত্যন্ত বিরক্তি প্রকাশ করে বলেছেন, একজন নেতার হোটেলের ঘরে গভীর রাতে এভাবে ঢোকা যায়? আমাদের কি প্রাইভেসি বলে কিছু নেই? তিনি পুলিশ অফিসারদের সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন।
প্রধানমন্ত্রী এদিন কাশীতে গিয়েছিলেন। পরে বৃহস্পতিবার দুপুরের আগে প্রধানমন্ত্রী লখনউ পুলিশ লাইন থেকে হোটেল তাজ পর্যন্ত ৩ কিমি পথ পরিক্রমা করেন। মরিসাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম এদিন লখনউ এসেছিলেন।
প্রধানমন্ত্রী মোদি তাঁকে সংবর্ধনা জানান। সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রী দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখেন। এরপর প্রধানমন্ত্রী রামগুলামকে নৈশভোজে আপ্যায়িত করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।




















































