জয়নগরে ঝড়ে ছাদের উপর পিলার চাপা পড়ে মৃত্যু গৃহবধূর

- আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, রবিবার
- / 29
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ঝড়ে ছাদের উপর পিলার চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক গৃহবধূর। জয়নগর থানার হরিনারায়নপুর গ্রামের ঘটনা। মৃতের নাম শচীরাণী মন্ডল।
পুলিশ সূত্রে খবর, জয়নগর থানার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর গ্রামে শনিবার রাতে ঝড়ের সময়ে বাড়ির ছাদের পিলার চাপা পড়ে এক গৃহবধূ গুরুতর জখম হন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম শচীরানী মন্ডল।
প্রতিবেশীদের সূত্রে খবর শনিবার রাতে ঝড়ের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা, তখন শচীরাণী মন্ডল ছাদে বাড়ির জামা কাপড় তোলার জন্য উঠেছিলেন এরপরে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন,ঐ গৃহবধুর গায়ের ওপরে ছাদের পিলার ভেঙে পড়ে আছে । তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।আর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার দুপুরে পদ্মেরহাট গ্রামীন হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে জয়নগর থানার পুলিশ।